দেশ বিদেশ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ জুন ২০২৪, মঙ্গলবার
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সোমবার বাদআসর হযরত শাহ্জালাল (রহ.) মাজার মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ও জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এডভোকেট আলাউদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটির সদস্য আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, জেলা স্বেচ্ছাসেবকদলনেতা শাকিল খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, নুরেছ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ শামসি, জেলা স্বেচ্ছাসেবকদলনেতা লায়েক আহমদ, শাহরিয়ার ইমন, গোয়াইঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলনেতা এমএ মতিন, সালমান আহমদ প্রমুখ।