ঢাকা, ১৬ জুন ২০২৪, রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিজেপি এবার ৩০৫ আসনে জয় পাবে: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

মানবজমিন ডেস্ক
২৪ মে ২০২৪, শুক্রবার

ভারতে চলছে লোকসভা নির্বাচন। আগামী ৪ঠা জুন এর ফলাফল ঘোষণা করা হবে। তবে এর মধ্যেই এই নির্বাচনের ফলাফলের ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এবারের নির্বাচনে বিজেপি ৩০৫টি আসনে জয় লাভ করবে। মঙ্গলবার তিনি এই ভবিষ্যদ্বাণী করেন। 
মার্কিন ওই রাষ্ট্রবিজ্ঞানী গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের একজন পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। তিনি ভারতীয় নির্বাচনকে বৈশ্বিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্থিতিশীল এবং সামঞ্জস্যপূর্ণ মনে করেন। ভারত ছাড়া বিশ্বের সকল নির্বাচন সমস্যাযুক্ত বলেও মন্তব্য করেছেন তিনি। এমনকি নিজের দেশের নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ওই রাষ্ট্রবিজ্ঞানী। 
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ম্যাক্রো স্তরের ভূরাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। বিশ্বায়নের সঙ্গে যে সামঞ্জস্যতা প্রয়োজন তা সেখানে নেই। মার্কিন রাজনীতি এখন বৈশ্বিক পরিস্থিতিতে আগের চেয়ে আরও বেশি সরব হয়েছে।

বিজ্ঞাপন
এসময় তিনি যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্ক এবং মার্কিন নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে এখানের নির্বাচন অনেক গোছালো এবং সামঞ্জস্যপূর্ণ। ভারত বৈশ্বিকভাবে নিজেদের ইতিবাচক রাজনৈতিক অবস্থান দাঁড় করিয়েছে। ভারতের রাজনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেও মনে করেন ইয়ান ব্রেমার। তার কাছে এবারের নির্বাচনের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৯৫ থেকে ৩১৫ আসনে জয়লাভ করবে।
ধারণা করা হচ্ছে, টানা তৃতীয় বারের মতো ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন মোদি। সে সময় তার দল ২৮২ আসনে জয়লাভ করে। ২০১৯-এর নির্বাচনে ৩০৩ আসনে জয় পেয়ে পুনরায় সরকার গঠন করেন নরেন্দ্র মোদি। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status