বাংলারজমিন
রাজনগরে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার আটক
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারমৌলভীবাজারের রাজনগরে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট নিয়ে বহিরাগতদের সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের নামে মামলা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় এমন ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কদমহাটা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আকাশ দাশ (৩২), সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্রাফট ইন্সট্রাক্টর মো. জাকির হেসেন (৩০), পোলিং অফিসার হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সহ-সুপার জামিল আহমদ ও পোলিং অফিসার চাঁটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছমা বেগমকে আসামি করে রাজনগর থানায় মামলা দায়ের করে করেন। প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও দুই পোলিং অফিসার পলাতক রয়েছেন। মামলার ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কল করলেও তিনি কল রিসিভ করেননি। এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুম থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়ের প্রতীকে মো. আব্দুল কাদির ফৌজি নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুমি।