অনলাইন
আনোয়ারুল আজিমের মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২২ মে ২০২৪, বুধবার, ১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ভারতের এক ডিআইজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়া গেছে কলকাতায়। বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই।
তিনি আরও বলেন, আমাদের আইজি বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে। নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাবো।
পাঠকের মতামত
একজন সংসদ সদস্যের মরদেহ ভারতের মাটিতে পাওয়ার পর ও দায় সারা নিরুত্তাপ কথা বার্তা আমাকে আশ্চর্যান্নিত করে । ভারতের কোন সংসদ সদস্যের মরদেহ এভাবে বাংলাদেশের মাটিতে পাওয়া গেলে তুলকালাম কাণ্ড ঘটে যেত। এর কারণ আমাদের সম্মানিত সংসদ সদস্য গণ মান ইজ্জত এর তোয়াক্কা না করে সাধারণ লোকের মত ভারতে যাওয়া আসা করেন । চিকিৎসার দরকার হলে বিকল্প অনেক দেশ - থাইল্যান্ড সিঙ্গাপুর আছে। কিন্ত দাদার বাড়ি না গেলে নাকি চলে না।