ঢাকা, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

খারাপ সময়ে স্ত্রীর সাপোর্ট বেশি পান লিটন

স্পোর্টস রিপোর্টার

(১০ মাস আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৩ পূর্বাহ্ন

mzamin

বিশ্বকাপ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিসিবিকে এক সাক্ষাৎকার দেন লিটন কুমার দাস। যেখানে তিনি জানান, বাজে সময় নিয়ে  কতটা ভাবেন তিনি। উদাহরণ টানলেন সতীর্থ তাওহীদ হৃদয়েরও যে ভালো সময়ে কীভাবে চিন্তা-ধারা ঠিক রাখতে হয়। চলতি বছর ৬ টি-টোয়েন্টিতে মাত্র ৭৯ রান করা লিটন বলেন, ‘ভালো সময়ে পারফরম্যান্স ধরে রাখা গুরুত্বপূর্ণ। আপনি এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভেতর থাকতেই পারে আমি তো ভালো খেলছি। উদাসীনভাব চলে আসে। ভালো সময়েও যে মানুষটা পরিশ্রম করে যাচ্ছে, চিন্তাধারা ভালো। ’  ‘আমি যদি উদাহরণ দিই, তাহলে বলতে পারি তাওহীদ হৃদয়ের কথা। সে শেষ কিছু ম্যাচ ধরে খুবই ভালো করছে, ছন্দ ধরে রেখেছে। খারাপ সময়ে আপনার বাড়তি চিন্তার কিছু থাকে না। আপনি যখন বাজে ছন্দে থাকবেন, যত বেশি চিন্তা করবেন, আরো বেশি খারাপ হবে। ’

 লিটন তাই চিন্তা না করে গুরুত্ব দিতে চান অনুশীলনে, ‘আপনার কাছে একটাই জিনিস থাকে, কতটা পরিশ্রম করছেন অনুশীলনে। অনুশীলন কতটা গুরুত্ব দিচ্ছেন। সেটা অনেক গুরুত্বপূর্ণ। খারাপ সময়ে যতটা ধীর-স্থির থাকা যায়, যত বাড়তি চিন্তা কম করা যায়। নিজের ক্রিকেটের ওপর মনোযোগ দেওয়া যায়।’

দুঃসময়ে পাশে থাকা স্ত্রীকে নিয়ে লিটন বলেন, ‘আমার অনেক মানুষ আছে, যারা প্রতিনিয়ত উৎসাহ দেয়। অনেক কোচ আছেন, যারা উৎসাহ দেন। এই সময়ে সাহস দেওয়াটা বড় জিনিস। সবচেয়ে কাছের মানুষ আমার স্ত্রী, আমাকে সাহস দেয়। এর থেকে বড় কিছু লাগে না।’ বিশ্বকাপ নিয়ে  লিটন বলেন, ‘২০২২ সালের বিশ্বকাপের পর থেকে আমাদের টি-টোয়েন্টি দল অনেক ভারসাম্যপূর্ণ। আমরা অনেক সিরিজও জিতেছি। ভালো ক্রিকেট খেলেছি। আমরা ভালো দলগুলোর সঙ্গেও জিতেছি, ভালো ক্রিকেট খেলে জিতেছি। বিশ্বকাপে আলাদা চাপ থাকবে। আমরা যদি খুব ভালো ক্রিকেট খেলতে পারি এবং ধীরস্থির থেকে থেকে যদি খেলা যায়। ভয়ডরহীন ক্রিকেট যদি খেলা যায়, কোনো কিছুর আউটকাম নিয়ে না ভেবে, তাহলে আমাদের খুবই ভালো সুযোগ আছে। ’
 

পাঠকের মতামত

লিটন দা আপনি কোন টেনশন করবেন না, বাংলাদেশে হিন্দুদের চাকুরী কোঠা ৫% কিন্তু বর্তমানে চাকুরী করে ২৫-৩০%, আর বাংলাদেশ দলে হিন্দু খেলোয়াড় দের প্রতিযোগিতা অনেক কম তাই আপনি টেনশন করবেন অনো চান্স পাবেন, যেমন সৌম্য অটো চান্স পাচ্ছে।

Md Robiul Islam
২১ মে ২০২৪, মঙ্গলবার, ৫:৩৪ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status