অনলাইন
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৯ অপরাহ্ন
গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওয়াছিকুল ভুইয়া।
গুলিবিদ্ধরা হলেন, ফরিদ ভুঁইয়ার ছেলে লিয়ন ভূঁইয়া, হেকমত বিশ্বাসের ছেলে মেহেদী বিশ্বাস ও জলিল ভুইয়ার ছেলে ওশিকুল ভুইয়া । আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি-হাতাহাতি হয়।
তারা একই গ্রামের হিটু ভুইয়ার ছেলে সিমন ভুইয়া ও কালু ভুইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া। পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গুলির ঘটনা ঘটে।