ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বিশ্বকাপের ২য় সেমিফাইনালে থাকছে না রিজার্ভ ডে!

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৭:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২০ পূর্বাহ্ন

mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য থাকছে না। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে সুপার এইট থেকে যে দল আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেই দলটিই ফাইনালে উঠবে।  

২৬শে জুন ত্রিনিদাদে মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল। এটি পরিত্যক্ত হলে ২৭শে জুন রিজার্ভ ডে-তে খেলা হবে। কিন্তু গায়ানায় বৃষ্টির সম্ভাবনা কম বলেই ২৭ তারিখের ২য় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হচ্ছে না। যদি ২৭ তারিখ দিনভর গায়ানায় বৃষ্টি হয় এবং ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় তাহলে সুপার এইটের ফলাফলের উপর নির্ভর করবে কারা ফাইনাল খেলবে।   

তবে আইসিসি এই ম্যাচের জন্য বাড়তি ৪ ঘন্টা বরাদ্দ রেখেছে। যদি খেলা বৃষ্টির কারনে বাঁধাগ্রস্থ হয় তাহলে আরো ২৫০ মিনিট পর ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

আগামী ২রা জুন থেকে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর ২৯শে জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পাপুয়া নিউগিনি, উগান্ডা ও  নেপাল। প্রথমবারের মতো সর্বোচ্চ ২০ দেশের মধ্যে লড়াই হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ।

 

পাঠকের মতামত

আইসিসিকে বয়কট করা দরকার। ক্রিকেটকে শুধুমাত্র ইন্ডিয়ার খেলা মনে করার দায়ে তাদের বয়কট করাই উচিত।

Ex-Cricketer
১৫ মে ২০২৪, বুধবার, ১:৫২ অপরাহ্ন

নিশ্চয়ই প্রথম সেমিফাইনালে ভারতের খেলার সম্ভাবনা আছে! তাই ২য় সেমিফাইনাল হোক না হোক তাতে কিছু আসে যায় না।

Khaled
১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৩০ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status