ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

যে কারণে স্প্যানিশ লা লিগায় নেই গোল লাইন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা থেকে। এল ক্লাসিকো নামে পরিচিতি এই ম্যাচে সর্বশেষ রোববার রাতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল। তবে হার-জিত ছাপিয়ে একটি না হওয়া গোল নিয়ে বিতর্ক ছড়িয়েছে।
ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার কর্নার থেকে লামিন ইয়ামালের ফ্লিক চলে যায় রিয়ালের গোললাইনে। সেখান থেকে রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন কোনোমতে বলটি বাইরে পাঠান। বার্সেলোনার খেলোয়াড়েরা দাবি করেন, এটা গোললাইন অতিক্রম করেছে। এরপর ভারের সাহায্য নিয়ে রেফারি গোল না দিয়ে বার্সেলোনার পক্ষে কর্নারের সিদ্ধান্ত দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলতে শুরু করেন বার্সা সমর্থকরা। লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকার সমালোচনায় ভেসে যেতে থাকে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে একমাত্র লা লিগাতেই গোললাইন প্রযুক্তি নেই। গোল লাইন প্রযুক্তির জন্য খরচ করতে হয় ৩২ লাখ ডলার।

বিজ্ঞাপন
২০২৩-২৪ মৌসুম শুরুর আগে স্পেনের সংবাদমাধ্যম এল লারগুয়েরো জানিয়েছিল, গোললাইন প্রযুক্তির জন্য এই পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি ছিলেন না লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। এদিন ম্যাচ শেষে সমালোচনার মুখে এক্সে লা লিগা প্রধান এক পোস্টে কিছু সংবাদের শিরোনামের স্ক্রিনশট দেন। সংবাদগুলো ছিল গোললাইন প্রযুক্তির ভুল নিয়ে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘নো কমেন্ট।’ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ২০১২ সালে ফুটবলে গোললাইন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেয়। বিশ্বকাপে এটি প্রথম ব্যবহার করা হয় ২০১৪ সালে। ইউরোপের শীর্ষ লীগগুলোর মধ্যে ২০১৪ সালে প্রথমে গোললাইন প্রযুক্তির ব্যবহার শুরু করে ইংলিশ প্রিমিয়ার লীগ। পরের বছর থেকে এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে বুন্দেসলিগা, লিগ ওয়ান, সিরি আ ও ডাচ লীগও।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status