ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রথম পর্বে ব্যাটে-বলে সেরা ইমন ও রুয়েল

স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গতকাল শেষ হয়েছে চলতি আসরের প্রথম পর্ব। যেখানে দলীয়ভাবে শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড, শেষ দিনে সুপার লীগ নিশ্চিত করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবারের আসরে এখন পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত পারফর্মেন্সে আলো ছড়িয়েছেন। একাধিক সেঞ্চুরি করে নজড় কাড়েন পারভেজ হোসেন ইমন। বল হাতে আলো ছড়ান আবু হায়দার রনি। চমক দেখিয়ে মুড়িমুড়কির মতো উইকেট নেন রুয়েল মিয়াও। চলুন দেখে নেওয়া যাক ব্যাটিং ও বোলিংয়ে প্রথম পর্বের সেরা কারা-

সর্বোচ্চ রান
পারভেজ হোসেন ইমন (প্রাইম ব্যাংক)
পারভেজ হোসেন ইমন এবারের আসরে যখনই সুযোগ পান কাজে লাগিয়েছেন। সবমিলিয়ে ১১ ম্যাচে ৩ সেঞ্চুরি আর ২ ফিফটিতে ৫৩.১৮ গড়ে ইমন করেন ৫৮৫ রান। এবারের আসরে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।
নাঈম শেখ (আবাহনী)
৪৬.৯০ গড়ে ৪৬৯ রান নিয়ে দুই নম্বরে আবাহনীর নাঈম শেখ। যেখানে তার ব্যাট থেকে আসে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি।
মাহিদুল ইসলাম অংকন (মোহামেডান)
মোহামেডানের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অংকন আছেন এই তালিকার ৩ নম্বরে।

বিজ্ঞাপন
৫০.৪৪ গড়ে তার সংগ্রহ ৪৫৪ রান। ফিফটি ৬টি।
সাইফ হাসান (শেখ জামাল ধানমণ্ডি)
শেখ জামালের ওপেনার সাইফ হাসান এবারের আসরে করেন ৪২.৪০ গড়ে ৪২৪ রান। তিন নম্বরে থাকা এই ডানহাতি ব্যাটারের আছে ২ ফিফটি আর এক সেঞ্চুরি।
তামিম ইকবাল খান (প্রাইম ব্যাংক)
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাইফের সমান রান করেছেন। ৩৮.৫৫ গড়ে ৪২৪ রান করতে গিয়ে তিনি ফিফটি করেন ৫টি।

সর্বোচ্চ উইকেট শিকারি
রুয়েল মিয়া (গাজী গ্রুপ ক্রিকেটার্স)
গাজী গ্রুপের হয়ে খেলা রুয়েল মিয়া এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি। ১১ ম্যাচে তরুণ বাঁহাতি পেসারের শিকার ২৫ উইকেট।   
আবু হায়দার রনি (মোহামেডান)
জাতীয় দল থেকে দীর্ঘদিন দূরে থাকা আবু হায়দার রনি এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছেন। এবারের লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১১ ম্যাচে ২২ উইকেট নেন তিনি। 
রিশাদ হাসান (শাইনপুকুর ক্রিকেট ক্লাব)
সময়ের তরুণ সম্ভাবনাময় লেগস্পিনার রিশাদ হোসেন আছেন এই তালিকার ৩ নম্বরে। এবারের আসরে এই লেগির উইকেট সংখ্যা ১৯টি (৮ ম্যাচে)।
নাজমুল অপু (প্রাইম ব্যাংক)
প্রাইম ব্যাংকের হয়ে এবারের আসরে খেলা বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুরও শিকার ১৯ উইকেট। তিনি আছেন ৪ নম্বরে। একই সংখ্যক উইকেট পেয়েছেন সিটি ক্লাবের ইরফান হোসেন ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির মারুফ মৃধাও।  তবে ওভার পিছু রান খরচা ও গড় এবং ম্যাচ কম খেলে বেশি উইকেট পেয়ে রিশাদ বাকিদের ওপরে চলে গেছেন। গতকাল শেষ দিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেট দখল করে বড় লাফ দেওয়া নাসুমের উইকেট ১৮ টি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status