অনলাইন
‘সব স্বাভাবিক চলছে’
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন
ইউনিভার্সিটি অব তেহরানের রাষ্ট্রবিজ্ঞান ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মারান্দি বলেছেন, এখনও পরিষ্কার নয় যে গুরুত্বপূর্ণ কিছু এ শহরে ঘটেছে কিনা। ইসফাহানের কাছে তিনটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া সব কিছুই তো স্বাভাবিক চলছে। আল জাজিরাকে তিনি আরও বলেন, ইসফাহানের লোকজন বলছেন সবকিছুই ঠিক আছে। ইরানিরা বলেছে, যদি ইসরাইল আবার হামলা করে, তারা আরেকটি আগ্রাসী তৎপরতা চালায়, তাহলে তাদেরকে আগের বারের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এক্ষেত্রে আগের বারের মতো দুই সপ্তাহ নয়, সঙ্গে সঙ্গে জবাব দেয়া হবে।
উল্লেখ্য, ১৩ই এপ্রিল ইসরাইলে কমপক্ষে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ১লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কন্স্যুলেটে হামলার জবাবে এই হামলা চালায় ইরান।