খেলা
লখনৌ চাইলেও যে কারণে আইপিএলে যেতে পারেননি শরিফুল
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার
আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস এবারের আসরের জন্য বাংলাদেশি পেসার শরিফুল ইসলামকে নিতে চেয়েছিল। দলটি শরিফুলকে চেয়েছিল পুরো মৌসুমের জন্য। কিন্তু বিসিবি তাকে পুরো মৌসুমের জন্য ছাড়তে চায়নি। এ কারণেই শরিফুলের প্রতি পরে আর আগ্রহ দেখায়নি লখনৌ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘লখনৌ থেকে এসএমএস দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’ তবে আইপিএল খেলার আশা হারাচ্ছেন না এই বাহাতি পেসার। তিনি বলেন, ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশা আল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশা আল্লাহ।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে তার শিকার ১০ উইকেট। মোস্তাফিজের সঙ্গে নিয়মিত কথা হয় বলে জানান শরিফুল। তিনি বলেন, ‘তার সঙ্গে প্রায় দিনই কথা হয়। উনি বলেন ওখানে চাপ কম, সে জন্য হয়তো বা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।’