ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ক্লাব বিশ্বকাপেও খেলা হচ্ছে না বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

পিএসজির মাঠে গিয়ে জিতলেও নিজেদের মাঠে হেরে বসলো বার্সেলোনা। এতে চলতি চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। দুই লেগ মিলিয়ে তাদের হার ৬-৪ ব্যবধানে। একই দিনে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগও হারায় কাতালান ক্লাবটি। সমীকরণ ছিল, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের যে কোনো একটি দল এবারের ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে। তবে বার্সেলোনার মতো অ্যাটলেটিকোও এদিন হেরে যায়। তাদের হঁটিয়ে সেমিফাইনালে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হারে অ্যাটলেটিকো। তবে ইউরোপীয় ক্লাব র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২২তম দল হিসেবে ৩২ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে তারা।

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের আগামী আসরে অংশ নেবে ইউরোপের মোট ১২টি ক্লাব। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লীগের চলতি মৌসুমসহ শেষ চার মৌসুমের শিরোপাজয়ী দলগুলোর (চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চলতি মৌসুমের চ্যাম্পিয়ন) জায়গা আগে থেকেই নিশ্চিত। বাকি ৮ দল যাবে র‌্যাঙ্কিং বিবেচনায়। সেই দলগুলোও নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো- বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, ডর্টমুন্ড, বেনফিকা, জুভেন্টাস এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী বছর থেকে নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে। এই আসরে থাকবে পুরো বিশ্ব থেকে মোট ৩২ দল। লিওনেল মেসির ইন্টার মায়ামি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরও থাকবে এই আসরে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status