ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

নারী লীগের ‘নামসর্বস্ব’ ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দিতে চান কিরণ

স্পোর্টস রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার
mzamin

এ বছর অক্টোবরে শেষ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ। শোনা যাচ্ছে মেয়াদপূর্তির আগেই নির্বাচন হওয়ার। তার আগে ভোট ব্যাংক নারী লীগের দলগুলোকে  কাউন্সিলরশিপ দিতে চান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মহিলা কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। যদিও গতকাল মহিলা কমিটির সভা শেষে কিরণ জানিয়েছেন, ক্লাবগুলোই তার কাছে দাবি জানিয়েছে কাউন্সিলরশিপের। তবে ভেতরের খবর নাম সর্বস্ব ক্লাবগুলোকে কিরণ নেতৃত্বাধীন মহিলা ফুটবল কমিটি ভোটার বানানোর লোভ দেখিয়ে এবার লীগে খেলতে রাজি করিয়েছে। লীগ মাঠে গড়ানোর পর কথা রাখতে এবার তিনি তৎপর হয়েছেন ভোটের বছরে কিছু অখ্যাত ক্লাবকে ভোটার বানাতে। গতকাল ছিল মহিলা ফুটবল কমিটির সভা। যেখানে ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেয়ার পক্ষে মত পাওয়া গেছে। তাই এই কমিটি প্রস্তাব আকারে বিষয়টি উত্থাপন করবে নির্বাহী কমিটির সভায়। যদিও নির্বাহী কমিটির ক্ষমতা নেই কাউন্সিলরশিপ দেয়ার।

বিজ্ঞাপন
তার জন্য শোনা যাচ্ছে আগামী জুনে বাফুফে ২০২৩ সালের কংগ্রেস আয়োজন করতে চাইছে। অর্থাৎ কিরণের লক্ষ্য নির্বাচনের তিন মাস আগে বেশ কিছু ভোট নিজের করে নিতে। সারা বছর বাফুফের ক্যাম্প করে নারী ফুটবলে বেশ কিছু সফলতা আসছে। তবে ঘরোয়া ফুটবলকে অবকাঠামোয় দাঁড় করাতে পারেননি কিরণ। ফি বছর লীগও আয়োজন করতে পারেন না। করলেও একে-তাকে ধরে বেঁধে নাম সর্বস্ব কিছু দলকে খেলিয়ে দেন। গত লীগ পর্যন্ত বসুন্ধরা কিংস থাকায় তারপরও লীগের একটা গ্রহণযোগ্যতা ছিল। তবে নানা অভিযোগ তুলে এ বছর দল গড়েনি গেল তিন লীগের চ্যাম্পিয়ন কিংস। তাই কিরণ তার কিছু বিশ্বস্ত লোককে দিয়ে নাম সর্বস্ব ক্লাব গঠন করিয়ে আয়োজন করছেন নারী লীগ। 

এবার লীগে খেলছে ১০টি দল। এদের মধ্যে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ছাড়া কারও কোনো ভিত্তি নাই। এই দুই ক্লাবের বাইরে নাসরিন স্পোর্টস একাডেমি, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ ও জামালপুর সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব গড়ে উঠেছে ব্যাক্তি উদ্যোগে। নেই কোনো স্থায়ী ঠিকানা। এদের কাউন্সিলরশিপ দেয়ার ব্যাপারে গতকাল সভা শেষে কিরণ বলেন, ১০ ক্লাবের মধ্যে ৯টি ক্লাবেই তাদের কাছে কাউন্সিলরশিপের দাবি জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দল ছাড়া বাকিরা চায় স্বীকৃতি’। কিরণদের যুক্তি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ক্লাবগুলো যদি কাউন্সিলর হয়, তবে নারী লীগে খেলা দলগুলো সেই সুযোগ পাবে না কেন? ‘আমার কাছে তাদের দাবিটা যৌক্তিক মনে হয়েছে। আমরা তাই তাদের দাবিগুলো সুপারিশ আকারে নির্বাহী কমিটিকে দিবো। এরপর কংগ্রেসে তোলা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।’ তার বিশ্বাস নারী লীগের ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেয়া হলে দেশের প্রতিষ্ঠিত ও স্বীকৃত ক্লাবগুলো ভবিষ্যতে খেলতে আগ্রহী হবে, ‘কাউন্সিলরশিপ যদি দেয়া যায়, তবে বড় বড় ক্লাবগুলো নারী ফুটবলের ব্যাপারে আগ্রহী হবে। তারাও ভালো দল গড়বে। তখন লীগের চেহারাই বদলে যাবে।’ কিরণের এই উদ্যোগকে ভালো দেখছেন অনেক সংগঠক। তারা বলছেন নির্বাচনের জন্য কিরণ এখন নাম সর্বস্ব এসব ক্লাবকে কাউন্সিলরশিপ দিতে চাইছেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status