ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপের আগে চিন্তার কারণ হতে পারে ইনজুরি

স্পোর্টস রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার
mzamin

চট্টগ্রামে গতকাল বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে তার আগে চলে আসে বাংলাদেশ দল। তীব্র দাবদাহের কারণে অনুশীলনটা আগেভাগে শুরু করে দেয় ক্রিকেটাররা। ফিল্ডিংয়ে মাংসপেশিতে টান লাগে লিটন কুমার দাসের। তাতে তার আর মাঠে নামার সুযোগ হয়নি। তবে জানা গেছে ভয়ের কারণ নেই। অন্যদিকে বিশ্বকাপের আগে টাইগার শিবিরে চোখ রাঙাচ্ছে ইনজুরির শঙ্কা। বিশেষ করে এবারের বাংলাদেশের আবহাওয়া দেখাচ্ছে ভিন্ন রূপ। প্রচণ্ড গরম আর তার সঙ্গে বইছে লু-হাওয়া। এতে করে ডিহাইড্রেশনে ক্রিকেটারদের মাংসপেশিতে টান লাগার ঝুঁকি আছে ভীষণভাবে।

বিজ্ঞাপন
পরশু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে গড়াবে টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে আবহওয়ার এই বৈরিতা হতে পারে ভয় ও শঙ্কার কারণ!  গতকাল সকালে ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটন দাস। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ওপেনার। এরপর হেঁটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাসাজ দিতে থাকেন লিটনকে। সেখান থেকে তাকে সাজঘরে নিয়ে যান ফিজিও বায়জিদুল ইসলাম খান। 

পরে সারা দিন তাকে রাখা হয় বিশ্রামে। দলের পক্ষ থেকে এ বিষয়ে দেয়া হয়নি অফিসিয়াল কোনো বক্তব্য। জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক খান দৈনিক মানবজমিনকে বলেন, ‘আমি চট্টগ্রামে নেই। বিকেএসপিতে সকাল থেকে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ দেখছি। লিটনের ইনজুরি নিয়ে কোনো খবর আমরা পাইনি। বড় কিছু হলে হয়তো জানানো হতো।’ অন্যদিকে বিসিবি’র অভ্যন্তরেই গরমের কারণে চিন্তা বাড়ছে বলেই জানা গেছে। এ নিয়ে ক্রিকেটারদের ব্রিফ করা হয়েছে কীভাবে তারা এই গরমে নিজেদের যত্ন নিয়ে খেলবে। রাখা হয়েছে সবরকমের ব্যবস্থা। লিটনের মাংসপেশিতে টান লাগার বিষয়টি আসতে বিসিবি একটি সূত্র জানায়, ‘আসলে গরমে এই ধরনের টান লাগা খুব স্বাভাবিক একটা বিষয়। 

আর এইবার তাপমাত্রাতো রেকর্ড ছুঁয়েছে। সেখানে এমন সমস্যা যে হতে পারে তা আমরা আগে থেকেই জানি। গরমে সাধারণত মাংসপেশিতে টান লাগা ছাড়াও ব্যাটারদের মনোসংযোগেও ঘাটতি হয়। দ্রুত কাব হয়ে পড়ে। আমরা এ নিয়ে চিন্তা থেকে প্রতিকারের কিছু ব্যবস্থাও নিয়ে রেখেছি। ক্রিকেটারদের শরীরে পানির ঘাটতি না হয় সেই বিষয়গুলো ভালোভাবে দেখা  হচ্ছে।’ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এরই মধ্যে দুইদলই অনুশীলন শুরু করেছে সেখানে। যদিও ঢাকা প্রিমিয়ার লীগের কারণে জাতীয় দলের ৪ ক্রিকেটার এখন ঢাকায়। আজ তারা দলের সঙ্গে যোগ দিবেন। এ বিষয়ে আবদুর রাজ্জাক বলেন,  ‘যারা লীগ খেলতে ঢাকায় গিয়েছিলেন আজই দলেই সঙ্গে যোগ  দেবেন। সেখানে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। মূলত: ১০ ক্রিকেটারকে জাতীয় দলের ক্যাম্পে চলে যাওয়ায় একাদশ সাজানো নিয়ে সংকটে বলেছিল শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে আবেদনের ভিত্তিতে হয়েছে তাদের সংকটের সমাধান, তিন তারকাকে শিরোপা নির্ধারণী ম্যাচে দলে পেয়েছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২৬ তারিখ থেকে ২৮শে এপ্রিল পর্যন্ত বিশেষ ক্লোজডোর ক্যাম্প পরিচালনা হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সোমবার বিশ্রামের পর গতকাল থেকে আবার সিরিজের প্রস্তুতিতে নামেন নাজমুল হোসেন শান্তর দল।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status