খেলা
পরিবারের সঙ্গে ঈদ, ভারত সিরিজে মানসিকভাবে চাঙ্গা রাখবে: জ্যোতি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন

গত বছর থেকে বেশ ব্যস্ত কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফর করে তারা। তিন সিরিজেই দুর্দান্ত পারফর্ম করে টাইগ্রেসরা। তবে সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুদ্রার উল্টো পিঠ দেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। চলতি মাসেই আবার সফরে আসছে ভারত। তার আগে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করছেন। এই সময়ে নিজেদের রিফ্রেশ করে নিতে পারবেন বলে জানান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল তো বটেই নিজের পারফর্মেন্সও সন্তোষজনক ছিল না জ্যোতির। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচে ফিফটি মাত্র ১টি। সেটাতেও রয়েছে স্ট্রাইক রেটের প্রশ্ন।
নিজ জন্মস্থান শেরপুরে এবারের ঈদ উদযাপন করছেন জ্যোতি। ঈদ আর ভারত সিরিজ নিয়ে দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আমি এবার ঈদ করছি শেরপুরে। আসলে ঈদের চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো বেশি গুরুত্বপূর্ণ। ঈদ আমাদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। সবমিলিয়ে এ সময়ে পরিবারের সঙ্গে থাকলে মেন্টালি রিফ্রেশ হওয়া যায়। অস্ট্রেলিয়া সিরিজটা আমাদের খুব একটা ভালো যায়নি, দলীয় এবং ব্যক্তিগত দিক থেকেও। সেদিক থেকে এখন পরিবারের সঙ্গে সময় কাটাল সেটা আগামী সিরিজে (ভারতের বিপক্ষে) মানসিকভাবে চাঙ্গা থাকতে সাহায্য করবে।’'
অধিনায়কের সঙ্গে সুর মেলান স্পিনার রাবেয়া খাতুনও। বড় সিরিজের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলে সেটা মেন্টালি সাহায্য করে বলে মনে করেন তিনি।
রাবেয়া বলেন, 'খুবই ভালো লাগছে, পরিবারের সঙ্গে এবারের ঈদ উদযাপন করতে পারছি। যে কোনো বড় সিরিজের আগে পরিবারের সঙ্গে থাকলে সেটা মানসিকভাবে উচ্ছ্বসিত থাকতে সাহায্য করে।'