ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

লোকসভা ভোটের প্রথম ধাপে সবচেয়ে ধনী প্রার্থী, রয়েছে ৭১৭ কোটির সম্পদ

মানবজমিন ডিজিটাল

(৬ মাস আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২২ অপরাহ্ন

mzamin

কংগ্রেস সাংসদ নকুল নাথ। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR)- এর একটি বিশ্লেষণ অনুসারে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ৭১৭ কোটির সম্পদ সহ সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। নির্বাচন কমিশনের হলফনামা থেকে জানা যাচ্ছে, ছিন্দওয়াড়ার কংগ্রেস প্রার্থী নকুলের অসংখ্য শেয়ার, বন্ড মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৬৮.৮৬ কোটি টাকা। এর পাশাপাশি তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮.০৭ কোটি। সব মিলিয়ে কমলনাথের পুত্রের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৭১৭ কোটি টাকা। এছাড়াও রিপোর্ট বলছে, ২০১৯ সালে নকুলের সম্পত্তি ছিল ৬৬০ কোটি টাকা। অর্থাৎ শেষ ৫ বছরে ৫৬ কোটি টাকার মতো সম্পত্তি বেড়েছে নকুলের। তবে তাৎপর্যপূর্ণভাবে  নকুলের নিজের কোনও গাড়ি নেই। সূত্র মারফত খবর, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে হতাশাজনক পারফরম্যান্সের পরে কমল নাথ দলের প্রতি "অসুখী" ছিলেন। সূত্র জানায়, কমল নাথ অনুভব করেছিলেন যে তিনি ৫০ বছর আগে যোগদানের পর থেকে কংগ্রেসে আজ অনেক পরিবর্তন হয়েছে এবং এটি দলকে তিনি জানিয়েছিলেন। এমনকি দল ছাড়ার ইঙ্গিত  দিয়েছিলেন তিনি। যদিও কংগ্রেস পরে কমল নাথ চলে যাওয়ার খবর অস্বীকার করেছিল, জোর দিয়েছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭৯ সালে তার পক্ষে প্রচারণা চালানোর সময় কমল নাথকে  তার "তৃতীয় পুত্র" হিসেবে উল্লেখ করেছিলেন। প্রথম দফার নির্বাচনে সম্পত্তির নিরিখে নকুলের ঠিক পরেই সম্পত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী নেতা অশোক কুমার। তামিলনাড়ুর এডোর কেন্দ্রের এই এআইডিএমকে নেতার সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা। এবং টাকার অংকে তৃতীয় স্থানে তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবানাথন যাদব। নিজের হলফনামায় সম্পত্তির তিনি সম্পত্তির হিসেব দিয়েছেন ৩০৪ কোটি টাকা। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া  লোকসভা নির্বাচন মোট ৭ টি  ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ৪ জুন। নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যারা তাদের মনোনয়ন দাখিল করছেন তারা তাদের সম্পদ, অপরাধমূলক প্রেক্ষাপট বা মামলা, আর্থিক পরিস্থিতি সহ অন্যান্য তথ্য সম্বলিত ব্যক্তিগত বিবরণ প্রকাশ করেছেন। ১৯ এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণকারী  প্রার্থীদের  গড় সম্পদ ৪.৫১ কোটি।

সূত্র : এনডিটিভি

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status