ভারত
ইডির গ্রেপ্তারির বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেজরিওয়াল
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তার বাড়ি থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-ইডি। এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল । সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, "আদালতের পর্যবেক্ষণ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি আইন বিরোধী নয় । তার হাজতবাসকে বেআইনি বলা যায় না।"
রায় শোনার পর আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, 'আমরা দিল্লি হাইকোর্টের রায়কে সম্মান জানাই । কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সিদ্ধান্তের বিষয়ে নয়। আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা বিশ্বাস করি, যেভাবে সঞ্জয় সিং মুক্তি পেয়েছেন, সেভাবেই মুখ্যমন্ত্রীও রেহাই পাবেন।"
তিনি আবগারি দুর্নীতিকে 'সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র' বলে উল্লেখ করেছেন ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসানো হচ্ছে। যদিও তার আবেদনের বিরোধিতা করে ইডি আদালতকে জানায়, আইন সকলের জন্যই সমান। সেখানে একজন মুখ্যমন্ত্রী ও আম আদমির মধ্যে কোনও পার্থক্য নেই। দীর্ঘ শুনানির পর 'কেজরির আবেদন মোটেই জোরালো নয়' বলে জানিয়ে দেয় উচ্চ আদালত। বিচারপতি তার রায়ে বলেন, আবগারি নীতি মামলায় ঘুষের অনেক তথ্য–প্রমাণ ইডি পেশ করেছে। তাতে হাওয়ালার কারবারি ও গোয়া নির্বাচনে আপ প্রার্থীর বয়ানও রয়েছে। তাদের নাম মামলার স্বার্থে গোপন রাখা হয়েছে।
বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এ কথাও বলেন, কোনো মামলাতেই রাজনৈতিক প্রশ্ন টানা ঠিক নয়, যেহেতু আইনের চোখে তা অপ্রাসঙ্গিক। বিচারপতি আরও বলেন, কেজরিওয়াল তার আবেদনে তাকে গ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন; জামিনের নয়।আবেদন খারিজ হওয়ার কারণে কেজরিওয়ালকে এখন তিহার জেলেই থাকতে হবে। সেই হেফাজতের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া