ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা, যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এ জন্য যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে। গাজা যুদ্ধ, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কন্স্যুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান ও ইসরাইল মুখোমুখি। কন্স্যুলেটে হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি ও অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরাইলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এ আশঙ্কায় ইসরাইলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। 

বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধা (কমব্যাট) ইউনিটগুলোর সব রকম ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জিপিএস। এক কথায় ইসরাইল-ইরান উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কারণ, এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউ।

বিজ্ঞাপন
এরই মধ্যে সিএনএন রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্রও ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরাইলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে ইরান তাদেরকে যে বার্তা দিয়েছে সে বিষয়ে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। 

ইরান বলেছে, সিরিয়ায় কন্স্যুলেটে হামলায় ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরাইলকে যুদ্ধে প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। 

চিঠি লিখে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরান। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি এক্সে লিখেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র যেন সতর্ক থাকে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে এ অবস্থান থেকে সরে যাওয়া, যাতে তারা আঘাতপ্রাপ্ত না হয়। জামশিদি আরও বলেন, এর জবাবে মার্কিন টার্গেটে হামলা না করতে ইরানের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। 
অজ্ঞাত দু’জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বিগ্ন এ নিয়ে যে- যেকোনো হামলা হতে পারে ইসরাইলের ভিতরে। বিশেষ করে বেসামরিক এলাকা বা লোকজনকে বাদ দিয়ে এই হামলা হতে পারে ইসরাইলের সেনাবাহিনী অথবা গোয়েন্দা টার্গেটে। ওদিকে ইরানের সঙ্গে অস্বাভাবিকভাবে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে বাইডেন প্রশাসন। তারা জানানোর চেষ্টা করেছে যে, সোমবার দামেস্কে ইরানের কন্স্যুলেটে যে হামলা হয়েছে সে বিষয়ে অবহিত ছিল না যুক্তরাষ্ট্র। এ থেকে এটাই বোঝা যায় যে, মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী এবং ঘাঁটিগুলোকে রক্ষার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। 

ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা ইসরাইলের মুখে চপেটাঘাত করবেই। কিন্তু এখনও পরিষ্কার নয় যে, আসলে কি ঘটবে অথবা ইসরাইলে সরাসরি কোনো হামলা করবে কিনা ইরান। ওই হামলার পর সতর্ক অবস্থায় আছে ইসরাইল। তাদের যোদ্ধা সেনাদের ছুটি বাতিল করা হয়েছে। রিজার্ভ ফোর্সকে তলব করা হয়েছে। বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা। কোনো সামরিক স্থাপনায় যাতে ইরান হামলা করতে না পারে সে জন্য জিপিএস সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। ওদিকে শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইরানের দিক থেকে যে জবাব আসছে তা দ্ব্যর্থহীন। তবে এমন সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না তার গ্রুপ। নাসরাল্লাহ টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ইরানের এই জবাবের ফলে ইসরাইল কি আচরণ দেখায় তার ওপর নির্ভর করে এই অঞ্চল নতুন এক অবস্থায় প্রবেশ করবে।

উল্লেখ্য, হাসান নাসরাল্লাহ এখন আত্মগোপনে আছেন। তার এই গ্রুপটি মধ্যপ্রাচ্যে বেশ শক্তিশালী। বলা হয়, মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া তারা। ৭ই অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধের পর তারা লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ের অস্ত্রও ব্যবহার করেনি। নাসরাল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যেকোন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হিজবুল্লাহ।

পাঠকের মতামত

ইরান সরাসরি ইসরাইলে হামলা করবেনা। তারা হিজবুল্লাহকে দিয়ে ইসরাইলের গুরুত্বপুর্ণ কোন সামরিক স্থাপনায় হামলা করবে। হিজবুল্লাহর কাছে সেই ক্ষমতা রয়েছে। ইসরাইল চায় ইরান যেন সরাসরি ইজরাইলে হামলা করে, যাতে আমেরিকাকে এই যুদ্ধে জড়ানো যায়।

জামশেদ পাটোয়ারী
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ২:৩৩ অপরাহ্ন

Allahu Akber Allahu Akbar

Mizanur
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ৪:১৬ পূর্বাহ্ন

প্রথম প্রথম যখন ফিলিস্তিনে হামলা করে ইসরাইল তখন খুব উত্তেজনা মুখর ছিল ইরান মধ্যে খানে একদম নিরব হয়ে পরছিল, আর এখন ওদের সেনাবাহিনীর উপর হামলা চালালো ইসরায়েল এবং ৭ সেনাকে নির্ভীকভাবে হত্যা করল তখন ওরা আবার বাজার ঘরম করতেছে শুধু মুখে মুখে নাকি কাজে প্রমাণ দেবে তা এবার বুঝার বিষয়

মোহাম্মদ সায়েদ মিয়া
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৯:৫৫ অপরাহ্ন

ইয়া আল্লাহ ঐ ইহুদি রাষ্ট্র তুমি ধ্বংসকর।

Amirswapan
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৪:৫৭ অপরাহ্ন

হে আল্লাহ তোমার অস্থিত্ব প্রমানে এইবার ইসরায়েল কে ধ্বংস স্থুপে পরিনত করো যেভাবে তারা ফিলিস্তিনে করেছে

Minir
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন

ইসরাইল সবসময়ই ইরানের বিভিন্ন ইউনিটে নিয়মিত হামলা করে আসলেও ইরান অস্রের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে জবাব দিতে দেখা যায়নি। বরাবরাই বক্তিতা বিবৃতি হুঁশিয়ারির মাধ্যমে জবাব দিয়েছে। এবার কি তার ব্যতিক্রম ঘটবে। এবার আমেরিকার ভুমিকা কি হবে তা দেখার বিষয়।

মোঃ শাহ আলম
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৪:২০ অপরাহ্ন

All Muslim country showed attack immediately

Md. Abdul gani
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:৪৪ অপরাহ্ন

বাংলার জমিনে মুসলিম কে মুসলমান ধর্মকে আল আকসা মসজিদকে সমর্থন দেওয়ার মতো আপনি আর আমি ছাড়া কেউ নাই

MD
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:৩৭ অপরাহ্ন

ইয়া আল্লাহ বর্বর ইসরায়লের বিরুদ্ধে দয়া করে ব্যাবস্থা নিন সেটা যাকে দিয়েই হোক।

A R Sarker
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ২:১৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status