অনলাইন
এখনো উদ্ধার করা যায়নি অপহৃত ব্যাংক ম্যানেজারকে
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৩ অপরাহ্ন

বান্দরবানের রুমায় প্রশাসন ভবনে হামলা ও ব্যাংক লুটের ঘটনার পর এখনো উদ্ধার করা যায়নি অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে।
বুধবার সকালে রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনো অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে রুমা উপজেলা প্রশাসন ভবনে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। সে সময় ব্যাংকে আসা নতুন টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
সেখানকার দায়িত্বপ্রাপ্ত এসি (ল্যান্ড) দিদারুল আলম বলেন, গত রাত সাড়ে ৮টার দিকে ৭০-৮০ জনের একদল দুবৃর্ত্ত উপজেলা কমপ্লেক্সের বাউন্ডারির ভেতর মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন তারাবি নামাজের জন্য অনেক কর্মকর্তা সেখানে ছিলেন। শুরুতেই নামাজি সবাইকে বন্দি করে সন্ত্রাসীরা প্রচণ্ড মারধর করে। সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা অস্ত্র হাতে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকে নিয়ে যায় এবং লকার খুলিয়ে ব্যাংক লুট করে।
পাঠকের মতামত
বুয়েটে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের এখানে পাঠানো হোক নাইট ডিউটিতে। সাদ্দাম নেতৃত্ব দিবে ।
বান্দরবান এর মতো স্পর্শ কাতর স্থানে রাত আট টায় কেন ব্যাংকের ভোল্ট খোলা থাকবে। নতুন টাকা এসেছে ভালো কথা। সেটা দিনের আলোতে আসলে নিরাপদ হতো। এধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না।
প্রতিটি বি এন পি, জামাত শিবিরের আন্ঠা কান্ঠা খুঁজে দেখা হউক।