অনলাইন
বুধবার থেকে মিলবে ফিরতি ট্রেনের টিকিট
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন
ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগের ঈদগুলোয় পাঁচদিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার টিকিট ভোগান্তি ছাড়া কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
এতে আরও বলা হয়, আন্তঃনগর ট্রেনের ১৩ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩রা এপ্রিল, ১৪ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ঠা এপ্রিল, ১৫ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ই এপ্রিল, ১৬ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ই এপ্রিল, ১৭ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ই এপ্রিল, ১৮ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ই এপ্রিল এবং ১৯শে এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ই এপ্রিল। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ই এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে।