ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ঈশ্বরদীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) থেকে
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

পাবনার ঈশ্বরদীতে রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। গতকাল রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ এ কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সহকারী সংকেত প্রকৌশলীকে। চার সদস্যের কমিটির অন্যরা হলেন সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ সূফী।

বিজ্ঞাপন
তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। প্রকৃত কারণ কি, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে। সরজমিন দেখা যায়, একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। ট্রেনের চাকা ভেঙে রেল লাইনের ওপর পড়ে আছে। ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কের মধ্যবর্তী ঈশ্বরদী শহরের রেল গেটটি বন্ধ রয়েছে। এতে রেলগেটের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদী রেল ইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের শানটিং চলছিল। ইতিমধ্যে ঈশ্বরদী রেল ইয়ার্ড থেকে অপর আরেকটি তেলবাহী ট্রেন (ফাঁকা) পশান অর্ডার (লাইন ক্লিয়ার) মনে করে ভুলবশত খুলনা অভিমুখে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের সংঘর্ষে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের ৪ চাকা তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ৬ চাকা লাইনচ্যুত হয়। এ বিষয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, পাথর বোঝাই ট্রেনটি শানটিং (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেয়া) করার সময় তেলবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে। 
পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই রওনা করেছে। আমরা প্রাথমিকভাবে রেলগেটের কারণে যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে সেটি ক্লিয়ার করবো। আশা করছি ৪০ মিনিটের মধ্যে এটুকু ক্লিয়ার হয়ে যাবে। কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ৩-৪ ঘণ্টার মধ্যে মেরামত হয়ে যাবে। আপাতত খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তিনি জানান, পারবর্তীপুর থেকে খুলনার উদ্দেশ্যে মালবাহী একটি ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে বের হয়। কিন্তু এটি বের হওয়ার কথা ছিল না। অপর একটি ট্রেন শানটিং করছিল। ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার পরে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে আমরা স্টেশন মাস্টার, পারবর্তীপুর থেকে খুলনাগামী ট্রেনের এলএম ও এএলএমকে সাসপেনশন করা হয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status