ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

জাতিসংঘের প্রস্তাবে ভেটো না দেয়ায় প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু

মানবজমিন ডেস্ক
২৭ মার্চ ২০২৪, বুধবার
mzamin

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। ওই প্রস্তাবে সব দেশ ভোট দিয়েছে। কিন্তু ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইসরাইল। কেন তারা ভোটদানে বিরত থেকেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে তিনি ইসরাইলি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। মঙ্গলবার এক রিপোর্টে এই তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। তারা লিখেছে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের পর সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে তার দেশের শীর্ষ একটি প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর বাতিল করেছেন। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করে। কাউন্সিলের ১০ জন নির্বাচিত সদস্যের উপস্থাপিত এই রেজ্যুলুশনের পক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে। 

অন্যদিকে সেখানে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল।

বিজ্ঞাপন
এ ছাড়া প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশটি। ইসরাইলের  সম্প্রচার মাধ্যম কান (কেএএন)-এর মতে, যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা ব্যবহার করা থেকে বিরত থাকার পর নেতানিয়াহু ওয়াশিংটনে ইসরাইলি প্রতিনিধিদলের সফর বাতিল করেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, রেজ্যুলুশন পাসের অনুমতি দেয়ার মার্কিন এই সিদ্ধান্ত ‘যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অবস্থান থেকে স্পষ্ট পশ্চাদপসরণ।’ অবশ্য ওয়াশিংটন জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিতে ব্যর্থ হলে ইসরাইলি প্রধানমন্ত্রী এর আগেই প্রতিনিধিদলের সফর বাতিল করার হুমকি দিয়েছিলেন।

গাজায় সম্প্রসারিত মানবিক সহায়তার জন্য মার্কিন প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ইসরাইলের পরিকল্পিত স্থল হামলার বিষয়ে বিকল্পগুলো শুনতে ইসরাইলি এই প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর করার কথা ছিল। গত সপ্তাহে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপের পর এই সফরের ঘোষণা দেয়া হয়। আনাদোলু বলছে, জাতিসংঘের এই রেজ্যুলুশনে ‘পবিত্র রমজান মাসের জন্য সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। যা পরে একটি স্থায়ী টেকসই যুদ্ধবিরতির দিকে পরিচালিত হবে।’
 

পাঠকের মতামত

এই অবৈধ রাষ্ট্রটিকে উৎখাতের কোন বিকল্প নাই ।

zakiul Islam
২৭ মার্চ ২০২৪, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status