ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বুমরাহর রেকর্ড নড়বড়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২২, শনিবার
mzamin

টেস্টে প্রথম ‘বিশেষজ্ঞ’ পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন জসপ্রিত বুমরাহ। গতকাল এজাবাস্টনে শুরু হয় ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট। যেটি কোভিডের কারণে অনুষ্ঠিত হতে পারেনি গত বছর। ম্যাচে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে টস করতে নামেন বুমরাহ। এতেই তিনি ঢুকে যান ইতিহাসের পাতায়। কপিল দেব, লালা অমরনাথ, বিজয় হাজারে এবং গুলাব্রাই রামচাঁদের মতো পেসাররা অতীতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তবে এদের কেউই বিশেষজ্ঞ পেসার ছিলেন না। দলে তাদের ভূমিকা ছিল অলরাউন্ডারের। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনায় আক্রান্ত হয়ে মিস করেছেন এজবাস্টন টেস্ট। এতেই ভারতের ৩৬তম অধিনায়ক হিসেবে জসপ্রিত বুমরাহর অভিষেক হয়েছে।

বিজ্ঞাপন
তবে টসে জিততে পারেননি তিনি। কয়েন ভাগ্য যায় স্টোকসের পক্ষে। স্টোকস ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বৃষ্টির কারণে প্রথম সেশনে ২০.১ ওভার খেলা হয়। ৫৩/২ সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে একাদশে ছিলেন না অভিজ্ঞ জিমি অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে ফিরেই সফল এই পেসার। দলীয় ২৭ রানে শুবমান গিলকে জ্যাক ক্রলির ক্যাচ বানিয়ে ফেরান সাজঘরে। ২৪ বলে ৪ চারে ১৭ রান করেন গিল। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার চেতেশ্বর পূজারা। ১৩ রান করা পূজারাও ক্যাচ দেন ক্রলির হাতে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি পূজারা। অভিজ্ঞ পূজারা প্রথম ইনিংসে ৫ বার ব্যাটিংয়ে নেমে প্রত্যেকবারই অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন। তার ইনিংসগুলো যথাক্রমে ৪, ৯, ১, ৪ এবং ১৩ রানের। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় এজাবাস্টনে হার এড়ালেই ২০০৭ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেবে ভারত।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status