অনলাইন
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ৪ মার্চ ২০২৪, সোমবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধান এবং ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বুয়েট বিশেষজ্ঞদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী চার মাসের মধ্যে জানাতে বলা হয়েছে।
পত্রিকায় পড়লাম ভবনটি তৈরি করা হয়েছিল অফিস বিল্ডিং অনুমোদন নিয়ে । সে হিসাবে ডিজাইন ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল । রাজউকের পরিদর্শক কে ম্যানেজ করে হয়ে গেল রেস্টুরেন্টের ব্যবসা । তাই হাইকোর্টের আদেশে যে রাজউকের সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হবেন তা কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে?