অনলাইন
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৪ মার্চ ২০২৪, সোমবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধান এবং ঢাকার আবাসিক ও বাণিজ্য ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বুয়েট বিশেষজ্ঞদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী চার মাসের মধ্যে জানাতে বলা হয়েছে।
পাঠকের মতামত
পত্রিকায় পড়লাম ভবনটি তৈরি করা হয়েছিল অফিস বিল্ডিং অনুমোদন নিয়ে । সে হিসাবে ডিজাইন ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল । রাজউকের পরিদর্শক কে ম্যানেজ করে হয়ে গেল রেস্টুরেন্টের ব্যবসা । তাই হাইকোর্টের আদেশে যে রাজউকের সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হবেন তা কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে?