অনলাইন
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। আজ শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার সহকর্মী ব্যারিস্টার হাসান এম এস আজিম জানান, ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার মইনুল কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যারিস্টার মইনুল হোসেনের জন্ম ১৯৪০ সালে। তিনি বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেছেন। ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন। মইনুল হোসেন ১৯৭৩ সালে পিরোজপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাংলাদেশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
মইনুল হোসেন বাংলাদেশ-এর সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি হিসেবে ২০০০-২০০১ মেয়াদে নির্বাচিত হন তিনি। ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করেন তিনি।
টকশোতে নারী আলোচককে ‘চরিত্রহীন’ বলার কারণে ২০১৮ সালের ২২শে অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তিন মাসের বেশি সময় কারাগারে থাকার পর ২০১৯ সালের ২৭শে জানুয়ারি জামিনে মুক্তি দেয়া হয় তাকে। এছাড়া ইংরেজি দৈনিক নিউনেশনের প্রকাশকের দায়িত্বে ছিলেন মইনুল হোসেন।
পাঠকের মতামত
Inna lillahi wa Inna lillahi rajiun.May Almighty Allah grant him jannaatul ferdous
Rest in peace. Nation lost her one of great son.
He was a real patriot.
এক পরীক্ষিত দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ।
May Allah bless Him..
দেশ একজন প্রাজ্ঞ মানুষকে হ্যালো! "আল্লাহ্ পাক, নিশ্চয়ই উনাকে ক্ষমা করবেন,আমিন।
Inna lillahi wa Inna lillahi rajiun.May Almighty Allah grant him jannaatul ferdous
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। জাতি একজন বিবেকবান মানুষ হারালো।
Inna lillahi wa Inna lillahi rajiun.May Almighty Allah grant him jannaatul ferdous
একজন সত্যবাদী দেশপ্রেমিক মানুষ ছিলেন । আল্লাহ যেন তার দোষ ত্রূটি মাফ করে দেন।আমীন
Inna lillahi wa Inna ilaihi rajiun. May Almighty Allah grant him Zannah.
তিনি ছিলেন প্রতিবাদী ও দেশপ্রেমিক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি একজন ভাল মানুষকে হারিয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জাতির এ ক্লান্তি লগ্নে আপনার মতো একজন বিদ্যান লোকের খুবই প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তায়ালার বিধানই চড়ান্ত, আল্লাহ তায়ালা যেন আপনা কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি'উন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ।
Very sad news. Inna lihi wa Inna lihi rezun. May Allah grant him jantul ferdus ameen. Very nice and honest man. Always illegal hasina against talk and voice up.
হে মহান রাব্বুল আলামিন আপনি দয়াবান রহমান ও রহিম। মাওলা আপনি নিজগুণে মৃতের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন।।
গভীর শোক জানাই।ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজেউন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ,
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।" একজন সাহসী দেশ প্রেমিক এবং গনতন্ত্র যোদ্ধার তিরোধান হলো।
একজন দেশপ্রেমের নীরবে প্রস্থান।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ পাক রাব্বুল আলামীন অত্যন্ত দয়া করে, মেহেরবানী করে তোমার এ-ই বান্দাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জাতির ক্রান্তিলগ্নে তার মতো মানুষের বড়ই প্রয়োজন ছিল।
We lost a dignified intellectual and real patriot. May Allah SWT forgive his every sin and grant him Jannatul Firduos.
গভীর শোক জানাই।ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজেউন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
একজন দেশপ্রেমিক, সাহসী ব্যক্তিত্ব ছিলেন। তারঁ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আহারে!! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জ্ঞানী এবং নির্ভীক এক জনকে হারালাম।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন