অনলাইন
শিক্ষা সফরে মদ্যপান
দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
(৬ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
মাদারীপুর জেলার শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে।
শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমানকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
গত শনিবার শিক্ষাসফরে যায় বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক। শিক্ষা সফরের উদ্দেশে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় বাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্য পান করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। এ সময় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদের বোতলসহ দেখা গেছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে সমালোচনার ঝড় উঠে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তারা। এছাড়াও মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। সন্ধ্যায় তাদেরকে সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার। বরখাস্ত হওয়া শিক্ষকরা বক্তব্য দিতে রাজি হয়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুইজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নষ্ট সমাজের এই চিত্র দেখে অবাক হয়নি!
বখে যাওয়া নষ্ট সমাজের এই চিত্র দেখে অবাক হয়নি!
অপেক্ষা করুন। খুব শীঘ্রই তারা সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের আসনে আসীন হবেন।
এতো মাত্র শুরু
যা খেয়ে এবং যা খাওয়াইয়ে যারা চাকরি পায়, তাদেরকে শাস্তি দেবে কে? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? শিক্ষাঙ্গন কি মাদক, পেশী কিংবা দুর্নীতিমুক্ত?
ধীক্কার জানাই এদেশকে! কিছু করার গতি না থাকলে মানুষ এখন শিক্ষক হয়। যার ফলে এগুলো ঘটা স্বাভাবিক। পুরোনো দিনের অভ্যাস বলে কথা। শুধু ছাত্র নয়, ছাত্রীর কোলে শুয়ে শিক্ষকের মদ পানের ভিডিও চাই!!
সর্বোচ্চ মহল যা শিক্ষাব্যবস্থাটাকে ধীরে ধীরে যেখানে নিতে চায়, এই চিত্র তারই প্রটোটাইপ।
সাময়িক বরখাস্ত না, নিরেপক্ষ তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ঐ দুই শিক্ষাক দ্বয় কে স্হায়ী ভাবে বহিষ্কার করে আইনের আওতায় এনে কঠোর সাজা দিতে হবে।
বখে যাওয়া নষ্ট সমাজের এই চিত্র দেখে অবাক হয়নি!