ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যশোরে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কর্মশালা শেষ

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার

প্রাচ্য সংঘ যশোর আয়োজিত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প শেষ হয়েছে। গতকাল বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রাচ্য সংঘের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্য সংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল, ভারতের চিত্র-অঙ্গন এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন দেবনাথ ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা কবি লেখক ও গবেষক সাংবাদিক বেনজীন খান। 
আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্ট্যাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী এএফএম মনিরুজ্জামান। প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাচ্য আকাডেমির অধ্যক্ষ বিশিষ্ট গীতিকার ও কণ্ঠশিল্পী আশরাফ হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের চিত্র-অঙ্গন এর প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী স্বপন দেবনাথ ও আসামের প্রখ্যাত চিত্রশিল্পী  আফতার আলী রাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক সাংবাদিক কবি বেনজীন খান। যশোরে তৃতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারতের পশ্বিমবঙ্গ, আসাম, দিল্লিসহ বিভিন্ন রাজ্যের ৬০ জন এবং বাংলাদেশের ২৫ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীর শেষদিনে গতকাল বিকালে সমাপনী অনুষ্ঠানে যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী দুই দেশের চিত্রশিল্পীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status