শেষের পাতা
আমরা এখন গৃহপালিত রাজনৈতিক দল: জিএম কাদের
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারজাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে আমাদের অংশগ্রহণ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, নানাভাবে মূল্যায়ন করছেন। কিন্তু মূল্যায়নের জন্য এখনো সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এ নির্বাচনে আমরা অংশ নিয়েছি। গতকাল দেশ টেলিভিশন পরিচালক আরিফ হাসানের বিশেষ আয়োজনে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা রাজাচাপিতলা গ্রামে সাবেক পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মরহুম আবদুল আজিজের দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, রাজনীতি কতোটা নোংরা হতে পারে তা এবারের নির্বাচনে দেখেছি। বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, সব জায়গায় শহীদ মিনার হচ্ছে কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। এ সরকার আরও বেশি বৈষম্য তৈরি করেছে। তিনি বলেন, একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। এ নেতা বলেন, যখনই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে যাই, তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। এর জন্যে দায়ী আমাদের লোভ-লালসা। জিএম কাদের বলেন, দলের সব নেতাদের সরকারি দলের নয়, জাতীয় পার্টির রাজনীতি করতে হবে। যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে।
এসময় জাপা চেয়ারম্যান বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়। পরজীবী হয়ে আমরা অনেক কিছু করেছি। আমাদের একটা বড় দেন-দরবার করার শক্তি ছিল। ২০১৪ সালের পর থেকে আমরা সেই শক্তি হারিয়েছি।
পাঠকের মতামত
জাতীয় পার্টি হলো সবদলের Notification নির্বাচনের প্রখম অন্তরায়। জি এম কাদের সুবিধাভোগি আর রওশন এরশাদ হলো নাটেরগুরু।
Shame, shame.
Si! Si!! Dalal
ঠিক যেন ঘরজামাই। ভিতর - বাহির সব কিছুতেই পাওয়ার লেস।
আপনাদের নিম্নতম আত্মসম্মানবোধ থাকলে পদত্যগ করুন এই সংসদ, সাংসদের লোভও ছাড়তে পারছেন না আবার নিজেদের গৃহপালিত জন্তুুর সাথে তুলনা করছেন যা দেখে আমাদেরই লজ্জা লাগছে।
He has no minimum Shame. Pending to fall in dustbin. Why now ? GM Quader's Party (JP) is always domestic & hired party.
জাতীয়পার্টি দালাল নাকি চামচা, পেটিকোট নাকি চায়া, জুতা নাকি শু, আন্ডা নাকি বধা কোনটাই মিথ্যা নয়।
You know you are , so why are you not condemning your self,
তোমরা সম্ভবত জন্মগত পরজীবি, দালাল । তোমার ভাই ছিলো দালালদের সর্দার । বাংলাদেশের গনতন্ত্র ধ্বংসের কারিগর তোমরা, তোমার ভাই-ভাবী ।
You are main responsible for fecisism.
জি,এম,কাদের কেন ঘেউ, ঘেউ করে। জনগন ভূলেও এদিকে তাকাবে না।
He realized the truth but too late
Chunnu je patir secretary tar abar morality?
লজ্জা করেনা মানুষের সামনে কথা বরতে?৷ ছি ছি