অনলাইন
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সারাবিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান। যে কারণে আমরা এবার বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবো। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি জাতির জন্য বিশাল অর্জন। আজ আমাদের স্বপ্ন হলো- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তর করা। তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন-২১শে ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তড়িৎ সিদ্ধান্তে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে।
পাঠকের মতামত
No comments. Enjoy
জাতিসংঘে বাংলা ভাষা দাপ্তরিক ভাষা ব্যাবহৃত হলে কি উপকার হবে ? বিদেশিরা বাংলায় কথাবার্তা এবং বাংলা ভাষায় চিঠিপত্র আদান প্রদান করবে ?
জাতিসংঘের পরে দেশের আদালত সহ সর্ব স্তরে বাংলা চালু করুন