খেলা
লায়নের ৫ উইকেটেও স্বস্তি নেই অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
গল টেস্টের প্রথম দিনই স্পিনাররা পেলেন বড় টার্ন, সঙ্গে মিললো অসমান বাউন্স। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ধসিয়ে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়ন নিলেন পাঁচ উইকেট। পরে বল হাতে নৈপুণ্য দেখালো লঙ্কানরাও। গতকাল গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কাকে ২১২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। পরে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানে দিনের খেলা শেষ করে সফরকারী অজিরা। এশিয়ায় সবশেষ সফরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ সময় কাটানো উসমান খাজা অপরাজিত থাকেন ৪৭ রানে। এদিন পতন হওয়া ১৩ উইকেটের ১০টিই নিয়েছেন দু’দলের স্পিনাররা। ২০১১ সালে এই মাঠেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট অভিষেক রাঙিয়েছিলেন লায়ন। গতকাল ৯০ রানে নেন পাঁচ উইকেট। ক্যারিয়ারে এটি তার ২০তম পাঁচ উইকেট শিকার। লেগস্পিনার মিচেল সোয়েপসন ৫৫ রানে তিন উইকেট নেন। টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলঙ্কার ইনিংসে একমাত্র অর্ধশতক হাঁকান ৭ নম্বর ব্যাটার নিরোশান ডিকওয়েলা (৫৮)। অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন ৩৯ রান। জবাবে অল্পতে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (২৫), মার্নাস লাবুশেন (১৩) ও স্টিভেন স্মিথ (৬)। বল হাতে ১১ ওভারের স্পেলে ৩৫ রানের দুই উইকেট নেন লঙ্কান অফস্পিনার রমেশ মেন্ডিস। স্মিথ হন রানআউট।