ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের চেষ্টা, আটক ৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলের মালিকানাধীন জায়গা দখল করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক কাউন্সিলর সাইদুর রহমান সোহেলসহ ৩ জন। এর মূল হোতা রেল কর্মচারী নজির আলী। বিষয়টি রফাদফার চেষ্টা চলে দিনভর। অবশেষে ৩ জনের কারাবাস।  জানা যায়, দীর্ঘদিন ধরে রেল কর্মচারী নজির আলী শায়েস্তাগঞ্জ, সাটিয়াজুরী, হবিগঞ্জ, নোয়াপাড়া, বাল্লাসহ বিভিন্ন এলাকায় রেলের জায়গার ভুয়া কাগজপত্র তৈরি করে মানুষকে লিজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আর তাকে সহযোগিতা করছে আশপাশের এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। তার বাড়ি নোয়াখালী জেলায় হলেও শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর গ্রামে বিয়ে করে স্টেশনে বসবাস করছে। সে বর্তমানে পাম্প অপারেটর হিসেবে কর্মরত রয়েছে। এদিকে রেলের জায়গা থেকে উচ্ছেদকৃত শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটের অংশ দখল করে দোকান নির্মাণ করেন সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, সোহেল ও পাম্প অপারেটর নজির আলীসহ বেশ কয়েকজন। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করলে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুর, সোহেল ও নজির আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন
পরে দিনভর বিষয়টি নিয়ে রফাদফার চেষ্টা চলে। এই ফাকে খবর পেয়ে বিকালে স্টেট অফিসার রহুল আমিনসহ একদল রেল কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানায় এসে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে রেলের জায়গা জালিয়াতি করে অন্যত্র লিজ দেয়ার অভিযোগে মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে রেল কর্মকর্তা রুহুল আমিন বাদী হয়ে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ধার করা হবে। এ ছাড়া সাদেক ও আমির আলীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status