ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

দোয়ারাবাজারে চেলা নদীর তীর কেটে প্রকাশ্যে বালু লুট

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
mzamin

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সারপিনপাড়া এলাকায় চেলা নদীর তীর কেটে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। দিনের পর দিন এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদী তীরবর্তী জনপদ, বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, প্রভাবশালী একটি চক্র নিয়মিতভাবে নদীর তীর থেকে বালু তুলে নৌকাবোঝাই করে নিয়ে যাচ্ছে। রাতের আঁধারে, এমনকি দিনের বেলায়ও প্রকাশ্যে চলে এই লুটপাট। নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় প্রতিনিয়ত ভাঙছে নদীর তীর, ইতিমধ্যে কয়েকটি পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়ি বা উঁচু জায়গায়। ভুক্তভোগীরা জানিয়েছেন, ‘আমাদের বাড়ির একাংশ নদীতে চলে গেছে। রাত দিন নদীর তীর কেটে বারকি নৌকাবোঝাই করে প্রকাশ্যে বালু লুট করে নিয়ে গেলেও দেখার কেউ নেই। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে।’ স্থানীয়রা আরও বলেছেন, একটা প্রভাবশালী বালু সিন্ডিকেট বালুমহালের দোহাই দিয়ে এভাবেই প্রকাশ্যে নদীর তীর কেটে নিয়ে যাচ্ছে বালু। নদী এখন ঘরের দোরগোড়ায়। প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা আতঙ্কে আছি। বালুমহালের নামে দেদারসে তীর কেটে বালু লুটের ব্যাপারে কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। স্থানীয়রা ধারণা করছেন, প্রশাসনের যোগসাজশে বালু সিন্ডিকেট প্রকাশ্যে তীর কেটে বালু লুট করছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদীর তীর থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, বাস্তবে এসব নিয়ম মানার কোনো বালাই নেই।
এই বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন আশ্বাস মিললেও বাস্তবিক কোনো অভিযান বা জবাবদিহির নজির দেখা যায়নি। প্রশাসনের নীরব ভূমিকায় প্রভাবশালীদের অপকর্ম আরও বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলা সীমান্তের নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর তীরবর্তী সচেতন মহল দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান পরিচালনা, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী তীর সংরক্ষণের জন্য টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status