বাংলারজমিন
গৌরীপুরে যুবতীকে শ্বাসরোধ করে হত্যা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারময়মনসিংহের গৌরীপুরে হোসনে আরা খাতুন (৩৫) নামে এক যুবতীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ী এলাকার এক কচুক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা। বিষয়টি নিশ্চিত গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম।
তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের ডাউগা দিয়ে গলা ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস'তি চলছে। নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে তার ৩টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। তার মানসিক সমস্যা ছিল। তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে জানিনা। এ ঘটনার বিচার চাই। সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিল। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই।