অনলাইন
গ্রামীণ টেলিকম ভবনে প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূস
দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
নিজের অফিসে ঢুকতে পারবো কিনা- এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। আমি দুঃখ-কষ্টে পড়ে গেছি। ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এ ভবনটা আমরা করেছি এটা আমাদের স্বপ্নের বাস্তবায়ন। হঠাৎ ৪ দিন আগে বাইরের লোক এসে জবরদখল শুরু করে আর আমরা বাইরের লোক হয়ে গেলাম। বৃহস্পতিবার গ্রামীণ টেলিকম ভবনের নিচতলায় প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, পুলিশের কাছে সহযোগীতা চেয়েছি। কিন্তু তারা ঘুরে গিয়ে কোনো অসুবিধা দেখছেন না জানান! জবরদখলের পর আমরা নিজের বাড়িতে ঢুকতে গেলে তারা আমাদের পরিচয় জিজ্ঞাস করছে। নিজের অফিসে ঢুকতে পারবো কিনা এটা এখন বাইরের লোকের এখতিয়ার হয়ে গেছে। যখন দেশের মানুষের কল্যাণে কাজ হচ্ছে তখন এ অবস্থা! দেশবাসীকে বলবো, এভাবে দেশ কীভাবে চলে? আমাদের সব অফিসের প্রধান কার্যালয় এটি। দেশের মানুষের কল্যাণের জন্য এখান থেকে কাজ করা হয়। হঠাৎ কী হলো বাইরের কিছু লোক এসে তা জবরদখল করছে। আমরা কোথায় যাবো, কী করবো? পুলিশ আমাদের কথা শুনছে না।
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, মামলা হোক। আদালতে আমাদের অনেক মামলা চলমান। সেভাবে আমরা মোকাবিলা করবো। কিন্তু জবরদখল কেন! দেশের মানুষের কাছে বিচারের ভার দিলাম। পুলিশের কাছে আমরা সহযোগিতা চেয়ে পাইনি।
জাতির কান্ডারীরা আজ কোথায়?
দেশের মানুষের কাছে বিচার দিয়ে লাভ নেই। এদেশের মানুষ এখন বোধ শূন্য হয়ে গেছে!
রাতের আঁধারে ভোট আর দিনের আলোয় দখলের উচ্ছ্বাস। দুর্বৃত্ত উপনিবেশ - বাংলাদেশ।
আমাদের মুক্তি পথ কবে খুলবে জানি না । তবে এটা জানি জুলুম করলে আল্লাহ ক্ষমা করেন না । এই জালিম কে করবে না
দেশের জনগণের যদি বিচার করার সূযোগ থাকতো তাহলে অত্যাচারি কে বঙ্গোপসাগরে চুবাইত
কিছু বলার নেই, এটা নিশ্চয়ই বিরোধী দলের কালো হাত আছে, সরকার নিষ্পাপ??
আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমিন। স্যার এদেশে ন্যায় বিচার পাওয়া কঠিন ।
দেশের একজন মানুষ হিসেবে এটা উপলদ্ধি করছি যে, আপনার উপর জুলুম নির্যাতনের বিচারের ভার আমার উপর উপরও পড়ে। কিন্তু জনাব, কি বিচার করবো বলেন! আমার ভোট-টাই আমি দিতে পারছি না দীর্ঘ সময় ধরে। আমি বিচারের ভার দিলাম আজকে যারা শিশু, তার কাছে।
আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তিনি হেফাজত করতে পারেন, এই কু চক্র মহল থেকে। আল্লাহ বরাবর দরখাস্ত করলাম,জালিমের হাত থেকে আমাদের মুক্ত কর, না হলে দেশ ধ্বংস করে দাও।।
দিন শেষে সত্যের জয় অবশ্যই হবে
তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পূর্বের ইতিহাস বলে এসব ঘটনা ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের পূর্বাবাস।
মন্তব্য করার সাহস হারিয়ে ফেলেছি শুধু বলবো বাকরুদ্ধ হয়ে পড়েছি! Shame, Shame
মন্তব্য করে লাভ নেই এসব দেখার কেউ নেয়।।। উনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার!!!
দেশটা একটা জঘন্য মগের মুল্যকে পরিনত হয়েছে!!!
আমরা ভয়ে আছি । কখন আমাদেরকে বাসায় ঢুকতে দিবে না । আল্লাহ্ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।
Speechless
এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে লাভ নাই। এই দেশের মানুষ তো নিজের অধিকার আদায় করতে পারেনা। তারা কি করে অন্নের জুলুমের বিচার করবে।
মন্তব্য করার সাহস হারিয়ে ফেলেছি শুধু বলবো বাকরুদ্ধ হয়ে পড়েছি!
এদেশটা জঘন্য জালিমের হাতে পড়েছে। আল্লাহ্ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।