ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৪ অপরাহ্ন

mzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, যার জন্য বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে জিনিসের দামও বেড়ে যাচ্ছে, পণ্য আনতে সময়ও লেগে যাচ্ছে। নানা কারণে বহির্বিশ্বের চাপটা আমাদের ওপর এসে পড়ছে। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, বাইরের দেশের ওপর আমাদের নির্ভরশীল থাকার দরকার নেই, আমরা নিজেরা সব উৎপাদন করবো। এজন্য সবাইকে বলেছি এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। 

তিনি বলেন, কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের বাইরের দেশ থেকে আনতেই হচ্ছে। আমরা নিজেরা যদি উৎপাদন বাড়াতে চেষ্টা করি, সেটা কিন্তু আমরা পারবো। ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই আমাদের লক্ষ্য। প্রতিটি মন্ত্রণালয়ে যেসব প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে, সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলতে হবে। পুরাতন প্রকল্প সম্পন্ন করলে, নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেগুলোও দ্রুত শেষ করা উচিত। তা নাহলে অহেতুক খরচও বাড়ে, কালক্ষেপণ হয়। সেটি যেন না হয়।

পাঠকের মতামত

যত দোষ নন্দ ঘোষ। ভন্ডামি আর কতো ?

M Salim Ullah Enayet
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:১৯ পূর্বাহ্ন

বেগুন, লাউ, আলু, ডিম, মুরগী, গরু, খাসি ইত্যাদি কোন জিনিস বিশ্বব্যাপী পরিবহন প্রতিবন্ধকতায় দাম বাড়ছে ?

md belal
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৬:৩৩ পূর্বাহ্ন

ইলিশ মাছের কেজি ১৫০০ টাকা ইলিশ মাছ ও বিদেশ থেকে আনতে হয় দাম বাড়ার মূল কারণ হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেটে আপনার দলের সবাই জড়িত

মো: ফারুক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:৩৮ পূর্বাহ্ন

বেগুন, লাউ, আলু, ডিম, মুরগী, গরু, খাসি ইত্যাদি কোন জিনিস বিশ্বব্যাপী পরিবহন প্রতিবন্ধকতায় দাম বাড়ছে। ডলারের মুল্য পূর্বাবস্থায় ফিরিয়ে এনে টাকার মান বাড়ালেই আমদানিকৃত দ্রব্যের মুল্যও কমে যাবে।

আব্দুল জব্বার
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:০৩ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতায় জিনিসের দাম বেড়ে যাচ্ছে : আর দেশে চাঁদাবাজি ও সিন্ডিকেটে জিনিসের দাম মর্জি মাফিক বাড়ছে

MIA
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:২৯ পূর্বাহ্ন

গরুর মাংস এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ চালের দাম কেন বাড়ছে? সেটাও জানতে চাই।

সেলিম
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:০৪ পূর্বাহ্ন

তাহলে দেশীয় পন্যের দাম বাড়ছে কেন ?

ljlian
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:০০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status