ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

যারা বেগমপাড়া বানিয়েছেন তাদের তালিকা সংসদে প্রকাশের দাবি একে আজাদের

অনলাইন ডেস্ক

(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

mzamin

যারা ঋণ নিয়ে পাচার করেছেন সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা এবং তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।

তিনি বলেন, ‘যারা ঋণ নিয়ে কলকারখানায় বিনিয়োগ করে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন, তদন্ত সাপেক্ষে তাদের ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু যারা ঋণ নিয়ে পাচার করেছেন, বিদেশে বেগমপাড়া, সেকেন্ড হোম বানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা এবং এই সংসদে তাদের নামের তালিকা প্রকাশ করার দাবি করছি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ কে আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছিল- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারই আলোকে বলতে চাই, সবার আগে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে এখন খেলাপিঋণের পরিমাণ এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা (সেপ্টেম্বর ২০২৩, বাংলাদেশ ব্যাংক)। কিন্তু অবলেপনের মাধ্যমে ঋণের পরিমাণ কমিয়ে দেখানো হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব ছাড়া পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হতো না। পদ্মা সেতুতে রেলসংযোগও এক যুগান্তকারী ঘটনা। ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, তার সঙ্গে ফরিদপুর শহরকে যুক্ত করা দরকার। আমরা ফরিদপুরকে আধুনিক, উৎপাদনশীল এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এজন্য ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা দরকার। ফরিদপুর-বরিশাল সড়ককে চার লেনে উন্নীত করার দাবিও করেন তিনি।’

এই সংসদ সদস্য বলেন, ‘বিবিএস-এর ২০২২ সালের প্রতিবেদন মতে, বাংলাদেশের প্রায় ৪১ শতাংশ তরুণ নিষ্ক্রিয়। তারা পড়াশোনায় নেই, কর্মসংস্থানেও নেই; এমনকি কোনো কাজের প্রশিক্ষণও নিচ্ছেন না। ১৫ থেকে ২৪ বছর বয়সসীমার এই নিষ্ক্রিয় তরুণের সংখ্যা প্রায় এক কোটি ২৯ লাখ। অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত হাজার ১৬৭ জন। আমাদের মানবসম্পদকে উপযুক্ত করে প্রশিক্ষিত করতে পারলে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি দেশ থেকে রেমিট্যান্স চলে যাওয়াও ঠেকানো যাবে।’


 


 

পাঠকের মতামত

যারা সংসদে তারাই তো বেগম পাড়ার সাহেব নুতন করে আবার তালিকা কেন?

A R Prodhan
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:৩০ পূর্বাহ্ন

অবলোপন হচ্ছে চোরের সহযোগিতা। আজাদ সাহেব এর বক্তব্য সমর্থন করি । খেলাপি দুই ধরনের, তা তিনি স্পষ্ট বলেছেন, যা অবশ্যই সত্য। তাই তার বক্তব্য হুবহু সমর্থন করছি ।

Kazi
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:৩৯ অপরাহ্ন

অনেক সুন্দর সময়োপযোগী ফরিদপুরবাসীর মনের কথা তুলে ধরেছেন। শুধু যেন বক্তব্যের মধ্যেই এটা সীমাবদ্ধ না থাকে বাস্তবে পরিণত করতে হবে। আর একটা কথা ফরিদপুর বিভাগ বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার তা আপনাকে করতে হবে এবং আপনার দ্বারা সম্ভব বলে মানুষ আশা করে এটা ফরিদপুরবাসীর ১ নং প্রানের দাবী। এসব বাস্তবায়ন করতে পারলে ফরিদপুরের জনগন আপনাকে আজীবন মনে রাখবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।

ফরিদপুরবাসী
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১০:২১ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ, গালিগালাজ বাদ দিয়ে সংসদে কাজের কথা হয়

Not interested
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

যারা বেগমপাড়া বানিয়েছেন তাদের তালিকা সংসদে প্রকাশের দাবি একে আজাদের:বাংলাদেশ সংসদ dami সংসদ ভোট ছাড়া!

আবুল
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৭:৪০ অপরাহ্ন

আদালতের অনুমতি লাগবে কি? বেলায়েত হোসেন গণমাধ্যম ব্যক্তিত্ব

Belayet Hossain
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৫:৪৫ অপরাহ্ন

যৌক্তিক/সময়োপযুগী দাবী। দ্রুত টাকা পাচারকারীদের নামগুলো জাতি জানতে চাই।

Dr.Abdul Momin
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:৪১ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status