খেলা
অলিম্পিকে মেসির জন্য আর্জেন্টিনার ‘দরজা খোলা’
স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
আর্জেন্টিনা বাছাইপর্ব পেরোনোর আগেই লিওনেল মেসির অলিম্পিকে খেলার সম্ভাবনা নিয়ে শুরু হয় আলোচনা। গতকাল ব্রাজিলকে বিদায় করে ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এতে আবারও আলোচনায় লিওনেল মেসি। প্যারিস অলিম্পিকসে আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি? আর্জেন্টিনা অলিম্পক দলের কোচ হাভি মাসচেরানো বলেন ‘মেসির জন্য সবসময়ই দরজা খোলা।’
গতকাল ভোরে প্রথম দল হিসেবে অলিম্পিকের মূল পর্বে পৌঁছায় প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। দিনের দ্বিতীয় ম্যাচে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে প্যারিসের টিকিট কাটে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কোচ মাসচেরানো বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছেলেরা যা করেছে। ওরা আমাদের আরেকবার অলিম্পিক গেমসে নিয়ে গেছে। আমি এখানে বিশেষ কিছু করিনি। শুধু অসাধারণ এক দলের সঙ্গ দিয়েছি।’ এরপর মেসি-অলিম্পিক ইস্যুতে মাসচেরানো বলেন, ‘লিওর সঙ্গে আমার সম্পর্ক কেমন, তা সবাই জানে। তার মতো একজন খেলোয়াড়ের জন্য আমাদের দরজা সবসময়ই খোলা।’ আগামী ২০শে জুন শুরু হয়ে ১৪ই জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। তার ১২ দিন পরই শুরু হবে প্যারিস অলিম্পিকস। পাশাপাশি দু’টি টুর্নামেন্ট খেলতে রাজি হবেন তো মেসি? মাসচেরানো বলেন, ‘এটা তার ওপর নির্ভর করছে। একই সময় কোপা আমেরিকা থাকায় যদিও বিষয়টি সহজ নয়।’ শুধু মেসি নয়, আর্জেন্টিনার অলিম্পিক দলে আনহেল ডি মারিয়াকেও চান কোচ মাসচেরানো। তিনি বলেন, ‘আমি লিও আর আনহেলের সঙ্গে কথা বলেছি। আমি যেটা (খবরে) পড়েছি যে, কোপা আমেরিকার পর আর তারা খেলবে না। তারা কী চায়, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের আছে। কিন্তু আমরা নিশ্চিত করেই তাদের দলে রাখতে চাইবো।’ কোপা আমেরিকা খেলে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডি মারিয়া।
অলিম্পিকের টিকিট কাটায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানাতে কল করেছিলেন মেসি। মাসচেরানো বলেন, ‘সে আমাদের অভিনন্দন জানিয়েছে। খুব খুশি সে। আমরা সবাই জানি, লিও এই দলটির দারুণ ভক্ত। সে যুব দলের সব খোঁজখবরও রাখে। আমরা অলিম্পিকের বাছাই উতরানোয় সে আমাদের অভিনন্দন জানিয়েছে।’
সোশ্যাল মিডিয়ায়ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে অভিবাদন জানিয়েছেন মেসি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলবিসেলেস্তেদের ম্যাচ জয়ের ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘ভামোস।’ যার বাংলা অর্থ হলো, ছোটো বা এগিয়ে চলো। ছবিতে হাততালির ইমোজি দিয়ে জুনিয়রদের বাহবা জানিয়েছেন মেসি। যুব দলকে অভিনন্দন জানিয়েছেন ডি মারিয়াও। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আর্জেন্টাইনদের জন্য কী দারুণ একটা ব্যাপার এটা! অভিনন্দন তোমাদের। এটা তোমাদের প্রাপ্যই ছিল।’