ভারত
রাজ্যসভায় জবাবি ভাষণে হাত শিবিরকে একহাত নিলেন মোদী
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৮:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ অপরাহ্ন

"বিভেদমূলক রাজনীতি", "বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা" এবং "নিরাপত্তার ত্রুটি'' নিয়ে রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায় বলেছেন -'' কংগ্রেস, যেটি ধারাবাহিকভাবে বর্ণ, ধর্ম এবং ভাষা নির্বিশেষে মানুষকে শোষণ করেছে, কংগ্রেস তার নিজস্ব স্বার্থের জন্য বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদকে লালনপালন করেছে, কংগ্রেস উত্তর-পূর্বে সহিংসতা, বিচ্ছিন্নতাবাদ এবং অনুন্নয়নকে বাড়িয়ে দিয়েছে, কংগ্রেসের শাসনব্যবস্থা যথেষ্ট বাধা হয়ে দাঁড়িয়েছে নকশালবাদ মোকাবেলায়, কংগ্রেস জাতীয় ভূখণ্ড প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছিল এবং কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে বাধা সৃষ্টি করেছিল, তারাই এখন জাতীয় এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে মতামত প্রকাশ করছে।''
কংগ্রেস সাংসদ ডি কে সুরেশের 'দক্ষিণ ভারতের জন্য আলাদা দেশ' মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনা করেছেন, অভিযোগ করেছেন কংগ্রেস উত্তর ও দক্ষিণের মধ্যে বিভাজনের বীজ বপন করছে। মোদী রাজ্যসভায় দাঁড়িয়ে জোর দিয়ে বলেন -''কংগ্রেস পার্টি গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে, এবং যে দলটি বৈধভাবে নির্বাচিত সরকারগুলিকে ভেঙে দিয়েছিল সেই দলই এখন দেশকে খণ্ডিত করার জন্য ইন্ধন জোগাচ্ছে। কংগ্রেস এখন দক্ষিণে বিভাজনের পক্ষে ওকালতি করছে।''
মোদীর মতে, লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০ টা আসন পেয়ে গেলেও অনেক। এদিনের ভাষণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে-ও নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন ''রানি সোনিয়া গান্ধী এবং কমান্ডার রাহুল গান্ধী রাজ্যসভায় আজ অনুপস্থিত। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে নিজের যাবতীয় বক্তব্য পেশ করছেন খাড়গে।'' রাহুল গান্ধীর অনুপস্থিতিকে খোঁচা দিতেও ছাড়লেন না মোদি। বর্তমানে খাড়গে কংগ্রেস সভাপতির আসনে থাকলেও কংগ্রেসের যাবতীয় রাশ যে এখনও সোনিয়া গান্ধী এবং তাঁর পুত্রের হাতেই, সে কথাই যেন মনে করিয়ে দিতে চাইলেন প্রধানমন্ত্রী।
সূত্র : ইন্ডিয়া টুডে