ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আফকনে সৌভাগ্য ফেরাতে গরু কোরবানি মিশরের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) সাদামাটা পারফরম্যান্স দেখাচ্ছে মিশর। শেষ ষোলোয় পৌঁছালেও গ্রুপপর্বের তিন ম্যাচে কোনো জয় পায়নি প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপাধারীরা। কাল রাউন্ড অব সিক্সটিনে কঙ্গোর মুখোমুখি হবে ইজিপশিয়ানরা। তার আগে আফকনে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করতে গরু কোরবানি দিয়েছে মিশর।

মোজাম্বিকের সঙ্গে ২-২ গোলে ড্র’তে আফকন মিশন শুরু হয় মিশরের। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও ড্রয়ের বৃত্ত ভেদ করতে পারেনি দলটি। ঘানা এবং কেপ ভার্দের সঙ্গে ড্র করে একই স্কোরলাইনে। ‘বি’ গ্রুপে ঘানা-মোজাম্বিক ম্যাচ ড্র হলে ভাগ্য খুলে যায় মিশরের। পৌঁছে যায় শেষ ষোলোয়। মিশরের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, আফকনে সৌভাগ্য ফেরাতে বৃহস্পতিবার গরু কোরবানি দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। আর কোরবানির গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করে দেয়া হয়েছে।

দলের সৌভাগ্যের আশায় কোরবানি দেয়া মিশর ফুটবলের জন্য নতুন নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফ্রিকান কাপ অব নেশনসের ২০০৮ আসরের আগেও গরু কোরবানি দিয়েছিল মিশর ফুটবল। তবে এপি জানিয়েছে, ঘানায় অনুষ্ঠিত সেই আফকনের আগে বাছুর কোরবানি দিয়েছিল মিশর। তবে ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন রয়টার্সের এক আলোকচিত্রী। মাঠে খেলোয়াড়েরাই গরু কোরবানি দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সেই ফটোগ্রাফার। দলের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সৌভাগ্যের আশায় কোরবানি দেয়া হয়েছে এবং গোশত অভাবীদের মধ্যে বিতরণ করা হবে। সেবার নিজেদের ষষ্ঠ আফকন শিরোপা জেতে ৭ বারের চ্যাম্পিয়ন মিশর। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status