কলকাতা কথকতা
এবার সিনেমার ভাষা নিয়ে কাজিয়া বিজেপি-তৃণমূলে, শিল্পের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(১ বছর আগে) ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ৯:১১ পূর্বাহ্ন

খুন, ধর্ষণ ইত্যাদি নিয়ে বাংলার দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি আর তৃণমূলের কাজিয়া দেখতে অভ্যস্ত মানুষ। কিন্তু এবার সংঘাত শুরু হলো সিনেমার ভাষা নিয়ে। কলকাতা চলচ্চিত্র উৎসবের মধ্যে এই সংঘাত রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় ফিল্ম সেন্সর বোর্ডের একটি সিদ্ধান্ত থেকে। আষাঢ়ে গল্প ছবিতে বলা সীতে ও হনু শব্দ দুটি সেন্সর বোর্ড বাদ দিয়ে দিয়েছে। এই শব্দ দুটি বাদ দেয়া নিয়েই সংঘাত বেধেছে তৃণমূল আর বিজেপিতে। বিজেপির দুই নেতা রুদ্রনীল ঘোষ ও অগ্নিমিত্রা পল এই ঘটনাটিকে স্বাগত জানিয়ে বলেছেন, শিল্পের নামে স্বাধীনতা নেয়ার এই প্রবণতা বন্ধ হোক। বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও এককাঠি বেড়ে বলেছেন, সিনেমা একটি বাণিজ্যিক উদ্যোগ তা মেনেও বলতে হয়- কোনো মানুষের ভাবাবেগকে আঘাত দেয়ার অধিকার এই মাধ্যম কেন, কারোরই নেই। তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ দিলীপ বাবুকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, যিনি সিনেমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের একসময় রগড়ে দেয়ার কথা বলেছিলেন, তার মুখে নীতিকথা মানায় না। আর এক তৃণমূল নেতা, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এরপর কি বিজেপি সুকুমার রায় এর ওপর হাত চালাবে? কারণ, সুকুমার রায়ের লক্ষণের শক্তিশেল নাটকে সীতে এবং হনু কথাটা বেশ কয়েকবার আছে।