ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফেনীতে ছেলে হারানো মায়ের আহাজারি

ফেনী প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ফেনীতে আয়োজিত মতবিনিময় সভায় বিচারের দাবিতে আহাজারি করেছেন ছেলে হারানো মা। গতকাল সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় এক মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল। সারা দেশে গুমের শিকার হওয়ায় ব্যক্তির মা’দের নিয়ে সংগঠন ‘মায়ের ডাক’ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকারকর্মী শেখ আশিকুন নবী সজীব।  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক নুর নবী জীবন, সাংবাদিক ওমর ফারুক, শফি উল্যাহ রিপন, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মেজ ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন। কিন্তু আমার মতো অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৮ বছরও মেলেনি বিচার। ৮ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হদিস পায়নি ছেলের।’ ছেলেকে ফেরত দেয়াসহ রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয় সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।

বিজ্ঞাপন
মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইস্ট টর্চার-এর অপশনাল প্রটোকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি জানাচ্ছে। মতবিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাংবাদিক মফিজুর রহমান, মানবাধিকারকর্মী আবদুস সালাম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, কবি মোহাম্মদ রফিকুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status