ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

উইম্বলডন শুরু আজ

ফেদেরারের অভাব বোধ করছেন নাদাল

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

ইনজুরির কারণে তিন বছর উইম্বলডনে খেলতে পারেননি রাফায়েল নাদাল। এবার ফিরেছেন সর্বাধিক ২২ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী স্পানিয়ার্ড তারকা।  এবারের উইলম্বলডনে নেই টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। আর ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা ফেদেরারের অভাব বোধ করছেন স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। টেনিসের বিশ^কাপখ্যাত গ্র্যান্ড স্লাম আসর উইম্বলডন শুরু হচ্ছে আজ ।
আসর শুরুর আগে রজার ফেদেরারকে নিয়ে রাফায়েল নাদাল বলেন, ‘আমি মনে করি, কোনো না কোনোভাবে আমরা একে অপরকে অনুপ্রাণিত করি। আমি সবসময় ভাবতে চেয়েছি আমার প্রেরণা কখনোই অন্যদের কারণে আসে না, এটি নিজের থেকে আসে। তবে অবশ্যই, তার মতো প্রতিদ্বন্দ্বী থাকলে সেই ব্যাপারগুলো জানতে সাহায্য করে যে, নিজের আরও ভালো করতে হবে।’
পায়ের চোটে এবারের উইম্বলডনে নাদালের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। এই চোট নিয়েই তিনি খেলেন এবারের ফরাসি ওপেনে। সেখানে প্রতিটি ম্যাচ তিনি খেলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। এখন অবশ্য ব্যথা নেই।

বিজ্ঞাপন
তবে কতদিন এভাবে থাকতে পারবেন, জানেন না নাদাল। তিনি বলেন, ‘আমি বলতে পারি না যে, আমি এই ইতিবাচক মুহূর্তে এক সপ্তাহ, দুই দিন বা তিন মাসের জন্য থাকবো। অবশ্যই, আমি যে চিকিৎসা নিয়েছি তাতে আমার চোট পুরোপুরি ঠিক হয়নি, উন্নতি হয়নি, তবে এটি কিছুটা ব্যথা দূর করতে পারে। এটাই মূল লক্ষ্য।’
দুজনের অনেক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছে টেনিস বিশ্ব। এর মধ্যে আছে ২০০৬ থেকে উইম্বলডনের টানা তিনটি ফাইনাল। প্রথম দুটি ফেদেরার জিতলেও ২০০৮ সালে শিরোপায় চুমু আঁকেন নাদাল, এখানে যা ছিল তার প্রথম শিরোপা।    
১৯৯৮ সালে জুনিয়রদের উইম্বলডনে খেলেছিলেন ফেদেরার। পরের বছর তার সিনিয়র টুর্নামেন্টে অভিষেক। এরপর থেকে উইম্বলডন মাঠে গড়িয়েছে, অথচ সুইস তারকাকে দেখা যায়নি এমনটা কখনও হয়নি (কোভিডের কারণে ২০২০ আসর হয়নি)। ২০০৩ থেকে টানা পাঁচবার-সহ এখানে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন তিনি।  
হাঁটুর চোটের কারণে ৪০ বছর বয়সী ফেদেরারকে দেখা যাবে না এবারের টুর্নামেন্টে। এই বছর এরই মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা ২২-এ নিয়ে গেছেন ৩৬ বছর বয়সী নাদাল। আগামীকাল লন্ডনের অল ইংল্যান্ড ক্লাব ভেন্যুতে আর্জেন্টিনার অভিষিক্ত তারকা ফ্রান্সিসকো সেরুন্দলোর বিপক্ষে ম্যাচ দিয়ে উইম্বলডন অভিযান শুরু করবেন নাদাল।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status