ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শিরোপার আরও কাছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

ফিফটি করলেন ৬১ বলে। তখনও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঝড়ের আভাস ছিল না। তবে ফিফটির পরই আগ্রাসী হয়ে ওঠেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের তুলোধুনো করে তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। অধিনায়কের এমন সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় আবাহনী লিমিটেড। পরে বোলারদের দারুণ বোলিংয়ে গাজী গ্রুপকে অল্পতেই থামিয়ে বড় জয় পায় তারা। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছলো আবাহনী। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগের ম্যাচে গাজী গ্রুপকে ১৭১ রানে হারায় আবাহনী। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৪৩ রানের বিশাল সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ৮৪ বলে ১০১ রানের ইনিংস খেলেন শান্ত।

বিজ্ঞাপন
জবাবে ১৭২ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। চলতি মৌসুমে টানা ১৩তম জয় পেলো আবাহনী। প্রথম পর্বে ১১ ম্যাচের সবকটিতে জয় পাওয়ার পর সুপার লীগেও টানা দুই ম্যাচ জিতলো তারা।  আর এক ম্যাচ জিতলেই শিরোপা জয় নিশ্চিত করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় গাজী গ্রুপ। ৩১ রানে ২ উইকেট হারানোর পর লড়াইয়ের চেষ্টা করেন হাবিবুর রহমান সোহান ও প্রীতম কুমার। হাবিবুরকে ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৮ রান করেন হাবিবুর।
এরপর একপ্রান্ত থেকে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। তবে একপ্রান্ত আগলে রাখেন সাব্বির হোসেন সিকদার। কিন্তু সতীর্থরা তাকে কেউই লম্বা সময়ের জন্য সঙ্গ দিতে পারেননি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬২ রান করেন সাব্বির। আবাহনীর হয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার রকিবুর ইসলাম। এছাড়া জোড়া উইকেট তানজিম হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর সৈয়দ খালেদ আহমেদের শিকার ৩ উইকেট। 

এর আগে নাঈম শেখ ও লিটন কুমার দাসের উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ হয় আবাহনীর স্কোরবোর্ডে। ইনিংসের ১৪তম ওভারে ফেরার আগে ৫২ বলে ৩৩ রান করেন নাঈম। ১২ রানের ব্যবধানে ফেরা লিটন কুমার দাসের ব্যাট থেকেও আসে ৪২ বলে ৩৩ রান।
তিন নম্বরে নামা শান্ত এদিন শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন। প্রথম রান করেন সপ্তম বলে। প্রথম বাউন্ডারির দেখা পান ২৭তম বলে। এরপর আস্তে আস্তে খোলস ছেড়ে বের হন আবাহনী অধিনায়ক। তৃতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে গড়েন ১৩০ রানের জুটি। দলীয় ১৯৯ রানে ৫১ বলে ৬৮ রান করা বিজয় ফিরলে ভাঙে তাদের জুটি। 

আওলাদ হোসেনের বলে ডিপ মিড উইকেট দিয়ে প্রথম ছক্কা মারেন শান্ত। এরপর  ফয়সাল আহমেদকে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে পূর্ণ করেন ফিফটি। এরপর অবশ্য দ্রুতই ফিরতে পারতেন তিনি। তবে লং অনে ক্যাচ দিয়েও বেঁচে যান ২৫ বছর বয়সী এই ব্যাটার।
তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শান্ত। মাত্র ২১ বলে পরের ফিফটি করে ফেলেন তিনি।  এর মধ্যে আওলাদের বলে মারেন পরপর দুই ছক্কা। ফয়সালের টানা তিন বলে ছক্কার পর তার ব্যাট থেকে আসে দুটি চার। মাসুম খানের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। শেখ পারভেজ রহমানের বলে ছক্কা ওড়ানোর চেষ্টায় ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। ফেরার আগে  ৮ চার ও ৬ ছক্কায় ৮৪ বলে ১০১ রান করেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। ডিপিএলের চলতি আসরে তিন ইনিংসের মধ্যে এটি শান্তর দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষে স্রেফ ৮৫ বলে ১১৮ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার। 

এরপর শেষদিকে ব্যাট হাতে মারকুটে ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। ৪০ বলে তার ব্যাট থেকে আসে ৫৮ রানের ইনিংস। যেখানে তিনি হাঁকান ৩ চার ও চার ছক্কা। এছাড়া ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ক্যামিও খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৩ রানে থামে আবাহনীর ইনিংস। গাজী গ্রুপের হয়ে ২ উইকেট নেন শেখ পারভেজ হোসেন জীবন। এছাড়া ১টি করে উইকেট নেন আসরের সর্বোচ্চ শিকারি রুয়েল মিয়া, জীবন ও ফয়সাল আহমেদ রায়হান।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status