ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

গোলরক্ষক ওনানার ভুল, ব্রুনোর ‘ম্যাজিক’

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

শুরু থেকেই উজ্জ্বল ছিল তারা। কিন্তু গোলরক্ষক আন্দ্রে ওনানার অমার্জনীয় এক ভুলে গোল হজম করে বসলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দফা পিছিয়ে পড়ার পর প্রতিবারই সমতা ফেরালো রেড ডেভিলরা। শেষ দিকে আরও দুবার শেফিল্ড ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দারুণ জয় তুলে নিলো কোচ এরিক টেন হাগের দল। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রুনো ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান হ্যারি ম্যাগুইয়ার ও গাসমুস হয়লুন। মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লীগে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল। সবশেষ আট ম্যাচের মধ্যে তাদের মাত্র দ্বিতীয় জয় এটি। এফএ কাপের সেমিফাইনালে গত রোববার কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড হারিয়ে টাইব্রেকারে জয়ের পর প্রবল সমালোচনার মুখে পড়ে টেন হাগের দল।

বিজ্ঞাপন
লীগ টেবিলে শীর্ষ চার থেকে অনেকটা ব্যবধানে পিছিয়ে তারা। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে আর ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৫তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড।

সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরুনের গোলরক্ষক অন্য পাশে দুর্বল পাসে বল বাড়ান ডিফেন্ডার দালোতের উদ্দেশে। কিন্তু ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ওনানার পাশ দিয়ে জালে পাঠান জেডেন বোগল। ৪২তম মিনিটে সমতা টানেন ম্যাগুইয়ার। গারনাচোর ক্রসে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন বেন দিয়াস। আট মিনিট পর দারুণ একটি সুযোগ হারান দালোত। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন তিনি, বল ক্লিয়ার করেন শেফিল্ডের এক ডিফেন্ডার। ৬০তম মিনিটে কর্নারের পর শেফিল্ডের জালে বল পাঠায় ম্যানচেস্টারের দলটি, তবে তার আগেই ম্যাগুইয়ার ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ফার্নান্দেজ। ৮১তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দলের চতুর্থ গোলটি করেন হয়লুন। দারুণভবে বল নিয়ন্ত্রণে নিয়ে ফার্নান্দেজ পাস দেন দূরের পোস্টে, পা ছুঁয়ে জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড। ৩৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার নিচে আছে শেফিল্ড ইউনাইটেড। স্পোর্টস ডেস্ক: শুরু থেকেই উজ্জ্বল ছিল তারা। কিন্তু গোলরক্ষক আন্দ্রে ওনানার অমার্জনীয় এক ভুলে গোল হজম করে বসলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই দফা পিছিয়ে পড়ার পর প্রতিবারই সমতা ফেরালো রেড ডেভিলরা। শেষ দিকে আরও দুবার শেফিল্ড ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দারুণ জয় তুলে নিলো কোচ এরিক টেন হাগের দল। 

বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রুনো ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান হ্যারি ম্যাগুইয়ার ও গাসমুস হয়লুন মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লীগে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল। সবশেষ আট ম্যাচের মধ্যে তাদের মাত্র দ্বিতীয় জয় এটি। এফএ কাপের সেমিফাইনালে গত রোববার কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড হারিয়ে টাইব্রেকারে জয়ের পর প্রবল সমালোচনার মুখে পড়ে টেন হাগের দল। লীগ টেবিলে শীর্ষ চার থেকে অনেকটা ব্যবধানে পিছিয়ে তারা। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে আর ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৫তম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরুনের গোলরক্ষক অন্য পাশে দুর্বল পাসে বল বাড়ান ডিফেন্ডার দালোতের উদ্দেশে। কিন্তু ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ওনানার পাশ দিয়ে জালে পাঠান জেডেন বোগল। ৪২তম মিনিটে সমতা টানেন ম্যাগুইয়ার। গারনাচোর ক্রসে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন বেন দিয়াস। আট মিনিট পর দারুণ একটি সুযোগ হারান দালোত। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন তিনি, বল ক্লিয়ার করেন শেফিল্ডের এক ডিফেন্ডার। ৬০তম মিনিটে কর্নারের পর শেফিল্ডের জালে বল পাঠায় ম্যানচেস্টারের দলটি, তবে তার আগেই ম্যাগুইয়ার ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ফার্নান্দেজ। ৮১তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে দলের চতুর্থ গোলটি করেন হয়লুন।

দারুণভবে বল নিয়ন্ত্রণে নিয়ে ফার্নান্দেজ পাস দেন দূরের পোস্টে, পা ছুঁয়ে জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড। ৩৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার নিচে আছে শেফিল্ড ইউনাইটেড। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status