ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা নিশ্চিত নন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

সাম্প্রতিক ফুটবলে আর্জেন্টিনার সবচেয়ে বড় সাফল্যের নায়ক তিনি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টাইনরা। যেটি ২৮ বছরে আর্জেন্টিনার প্রথম শিরোপা। অথচ এবারের বিশ^কাপে সেই আনহেল ডি মারিয়া আর্জেন্টিনা দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন তিনি নিজেই।
আর্জেন্টাইন উইংগার মনে করেন কেবল লিওনেল মেসি ছাড়া দলে বাকি সবার জায়গা অনিশ্চিত। লিওনেল স্কালোনির দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৩৪ বছর বয়সী ডি মারিয়া। দলটির রেকর্ড ৩৩ ম্যাচ অপরাজিত থাকার পথচলায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ২০২১-২২ মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখন ক্লাবহীন তিনি।
টিএনটি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার ডি মারিয়া তুলে ধরেন ক্লাব পরিবর্তনের সঙ্গে জাতীয় দলে জায়গা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি। তার মতে, দলে জায়গা ধরে রাখতে লড়াই চালিয়ে যেতে হবে তাকে। ডি মারিয়া বলেন, ‘(কাতার বিশ্বকাপের দলে) একমাত্র লিওনেল মেসির জায়গা নিশ্চিত। এখন থেকে চার মাস পরে কী হবে, কেউ জানে না।

বিজ্ঞাপন
আমাকে ক্লাব পরিবর্তন করতে হবে, সেখানে আবার মানিয়ে নিতে হবে, খেলতে হবে এবং ভালো অনুভব করতে হবেÑ যা পার্থক্য গড়ে দিতে পারে।’
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় ডি মারিয়া আছেন চতুর্থ স্থানে (১২২)। তালিকায় তার আগে রয়েছেন মেসি (১৬২), হাভিয়ের মাসচেরানো (১৪৭) ও হাভিয়ের জানেত্তি (১৪৫)। ২০২১-২২ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। ৫ গোল ও ৮টি অ্যাসিস্ট রয়েছে তার।
বার্সেলোনার সিদ্ধান্তের অপেক্ষায়

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আনহেল ডি মারিয়ার চুক্তি শেষ হয়ে যাবে আগামী সপ্তাহেই। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনার নাম শোনা যাচ্ছে। ন্যু ক্যাম্পের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক প্লেমেকার। 
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, বার্সার প্রথম পছন্দ নন ডি মারিয়া। কাতালান ক্লাবটি উসমান দেম্বেলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে ব্রাজিলিয়ান রাফিনহাকে দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করবে। তারপর ভাববে ডি মারিয়ার কথা। যদিও আর্জেন্টাইন তারকা নিজ থেকে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী। ৩৪ বছর বয়সী ডি মারিয়া এখন ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। তাকে দলে ভেড়াতে প্রথম থেকেই আগ্রহী ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এই বিষয়ে ইএসপিএনকে ডি মারিয়া বলেন, ‘ইতালির সবচেয়ে বড় ক্লাব জুভেন্টাস। আমার প্রতি যারা আগ্রহী জুভ তাদের অন্যতম। তবে এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটানোতেই মন দিয়েছি।’
এছাড়া ইতালির আরেক ক্লাব এএস রোমার প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে ডি মারিয়া সরাসরি বলেন দিয়েছেন, ‘আমি রোমায় যেতে আগ্রহী নই।’
রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪তে চ্যাম্পিয়নস লীগে জেতেন ডি মারিয়া। সেবার ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতে। এরপর যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ড অধ্যায় সুখকর হয়নি। ইংল্যান্ডে ব্যর্থ হয়ে ডি মারিয়া পাড়ি জমান প্যারিসে। গত সাত মৌসুম খেলেছেন পিএসজির জার্সিতে। লা প্যারিসিয়ানদের হয়ে ২৯৫ ম্যাচে ৯২ গোল করেন এই প্লেমেকার।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status