ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

‘চ্যাম্পিয়ন’ দল নিয়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৪, সোমবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ইতিহাস গড়ে বাংলাদেশ। ছেলেদের মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতে জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন দলকে নিয়েই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। আজ এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বীর নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চদশ আসর। বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ দলে অধিনায়ক রাব্বীর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অপরিবর্তিত মূল স্কোয়াডই খেলবে যুব বিশ্বকাপে। পরিবর্তন এসেছে স্ট্যান্ডবাই স্কোয়াডে। এশিয়া কাপ খেলা মোহাম্মদ রিজান হোসেন এবং নাঈম আহমেদ থাকলেও বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ জাহিদুল হক। স্ট্যান্ডবাইয়ে জায়গা হয়েছে আশরাফুল হাসান, তানভীর আহমেদ এবং একান্ত শেখের।

২০২০ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে শিরোপা ধরে রাখতে পারেনি জুনিয়র টাইগাররা। দক্ষিণ আফ্রিকা আসরে এবার শিরোপা ফিরিয়ে আনার প্রত্যয় জানিয়েছেন যুব দলের নির্বাচক হান্নান সরকার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২ সালে শিরোপা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব।’

হান্নান সরকার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। তবে আমাদের লক্ষ্য সবসময়ই থাকে শিরোপা জেতা। আমাদের প্রতিপক্ষ হিসেবে সবাই সমীহ করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।’

শুরুতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। সে দেশের কন্ডিশনের কথা মাথায় রেখেই দুই বছর ধরে পরিকল্পনা করেছে বিসিবি। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়া হয় দক্ষিণ আফ্রিকায়। এ বিষয়ে নির্বাচক হান্নান বলেন, ‘আমরা শ্রীলঙ্কাকে ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোনো পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক (রাব্বী), সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান। সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান রাফি, রোহানাতদ্দৌল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ এবং একান্ত শেখ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status