ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

শরীর ও মন

অটিজম শিশু দেখতে কেমন

ডা. এমএ হক, পিএইচডি
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

অনেক অভিভাবক আমাদের নিকট এসে বলেন, ডাক্তার সাহেব, আমার সন্তান কথা বলে না, ওর মধ্যে অস্থিরতা আছে। সারাক্ষণ কিছু একটা করতে চাই। সে আমাদেরকে ঠিকমতো চিনতে পারে না। এছাড়া তার শরীরে কোনো রোগ-ব্যাধি নেই। আমার সন্তানকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে, তার কোনো সমস্যা আছে। তবে, সে কিন্তু অটিজম শিশু না। অমুক ডাক্তার বলেছেন তার অটিজম আছে। এটা শোনার পরে আমি অনেক কষ্ট পেয়েছি। ডাক্তার সাহেব আপনিই বলেন তো আমার সন্তান কি অটিজম? তখনই জানতে ইচ্ছা হয় অটিজম  সন্তান আসলে দেখতে কেমন।

অটিজমে আক্রান্ত শিশুর অভিভাবকগণ উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন অতিবাহিত করেন। তাদের পরিবারে নেই কোনো আনন্দ। তারা ধরেই নিয়েছেন এর কোনো চিকিৎসা নেই। এদেরকে বলা হয় স্পেশাল চাইল্ড। এদের সুস্থতার জন্য অভিভাবকগণ অটিজম স্কুল ও থেরাপি সেন্টারে ছোটাছুটি করেন। কোনো কোনো ক্ষেত্রে হাইপার ও ঘুমের সমস্যা হলে কিছু মেডিসিন সংগ্রহ করেন। নিউরোডেভেলপমেন্টের কোনো চিকিৎসাই তাদের দেয়া হয় না। ফলে, দিন শেষে আবার হতাশা! অটিজম শিশুদের জীবন-যাপন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই আজকের আলোচনা।

অটিজম কখন বলা যায়
অটিজমে আক্রান্ত শিশুর নিউরো- ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বা মনোবিকাশের সমস্যা হয়। পিতা-মাতার বংশের জেনেটিক রোগ-ব্যাধি, তাদের খাদ্যাভ্যাস ও গর্ভকালীন মায়ের মানসিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে যখন নেগেটিভ ফ্যাক্টর দ্বারা প্রভাবিত সন্তান ভূমিষ্ট হয় তখন শিশুর মস্তিষ্কের নিউরোনের মধ্যে জটিলতা তৈরি হয়ে শিশুর স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্থ হয়। ব্রেনের নিউরোনসমূহ সাইন্যাপ্সের মাধ্যমে সঠিকভাবে তথ্য আদান-প্রদান করতে না পারায় শিশুর আচরণ, কথা-বার্তা ও বুদ্ধিবৃত্তি স্বাভাবিকভাবে কাজ করে না। এ ধরনের শিশুকেই আমরা অটিজমে আক্রান্ত শিশু বলি। ব্রেন ডেভেলপমেন্ট হয়ে পরিপূর্ণতা পেলে ব্রেনের নিউরোনসমূহ সাইন্যাপ্সের মাধ্যমে সঠিকভাবে তথ্য আদান-প্রদান করলে শিশুর আচরণ, কথাবার্তা ও বুদ্ধিবৃত্তি স্বাভাবিক হবে।

ট্রিটমেন্ট
নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারে  অটিস্টিক শিশুদের নিউরো ডেভেলপমেন্ট চিকিৎসায় অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবাগ্রহণের মাধ্যমে শিশুর বুদ্ধিবৃত্তি, ধৈর্য্য, আই-কন্ট্রাক্ট, আচরণ, কথাবার্তা ইত্যাদি বিষয়ে উন্নতি হচ্ছে। এছাড়াও হাইপার শিশুদের আচরণেও পরিবর্তন লক্ষণীয়। চিকিৎসা শুরুর স্বল্প সময়ের মধ্যে এ ধরনের পরিবর্তন অটিজম চিকিৎসায় আশার আলো দেখিয়েছে। চিকিৎসা শুরুর পর শিশুর মানসিক উন্নতি হলে, আগের তুলনায় মনোযোগী এবং নিজের কাজ নিজে করার আগ্রহ তৈরি হলে বুঝতে হবে চিকিৎসা সঠিক হচ্ছে। তবে, একথা স্মরণ রাখতে হবে এটি একটি দীর্ঘমেয়াদি চিকিৎসা। এই পরিবর্তন প্রথম দিকে ধীরে-ধীরে হয় এবং শিশুর চিকিৎসা সেবা সম্পূর্ণ করতে দীর্ঘদিন লেগে যায়। অটিস্টিক শিশুদের চিকিৎসায় হোমিওপ্যাথির সফলতা এবং ঝামেলা মুক্ত চিকিৎসা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে ক্রমেই এই চিকিৎসার প্রতি রোগীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

অতএব, অটিজম শিশুদের নিয়ে বিব্রত নয় আমরা চাই তারা আমাদের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সেদিন আর দূরে নয় যেদিন অটিজম সন্তানকেও স্পেশাল চাইল্ড নয় সমাজের অন্য সাধারণ শিশুদের মতোই গণ্য করা হবে।

লেখক: পিএইচ.ডি (স্বাস্থ্য), এম.ফিল (স্বাস্থ্য), ডিএইচএমএস। চিকিৎসক ও গবেষক (ক্রণিক ডিজিজ অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)।

চেম্বার: নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (ড. হক হোমিও ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি প্রতিষ্ঠান), বিটিআই সেন্ট্রা গ্র্যান্ড, গ্রাউন্ড ফ্লোর (জি-৪), ১৪৪ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা। মোবাইল: ০১৭০৭-০৭৩১৪১

 

পাঠকের মতামত

ডাউন সিনড্রোম বাচ্চাদের development-এর জন্য আপনি কি কোনো treatment দিয়ে থাকেন ?

Md. Abu Syed
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:১৪ পূর্বাহ্ন

প্রবন্ধটি ধৈয্য সহকারে পড়ে গঠনমূলক মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

ডাঃ এম এ হক, পিএইচ.
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:১১ পূর্বাহ্ন

'অটিজম শিশু' না বলে হেডলাইনে 'অটিস্টিক শিশু' শব্দবন্ধটি ব্যবহার করা সংগত হতো, যদিও আলোচনায় অটিস্টিক শিশু কথাটি ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ।

Enamul Kabir Sarker
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১:৩৮ অপরাহ্ন

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status