ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

শরীর ও মন

সিনিয়র সাংবাদিক কর্মশালা বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়ন জরুরি

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৬:১৭ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে উচ্চ রক্তচাপের মত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি জরুরি। ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৫.৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। বিশেষজ্ঞদের মতে, এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের মত মারাত্মক অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা প্রয়োজন। বুধবার রাজধানীর ফারস হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়” শীর্ষক সিনিয়র সাংবাদিক কর্মশালায় এই সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২২ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন।    

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। তবে অসংক্রামক রোগ মোকাবিলায় অর্থ বরাদ্দের পরিমান মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ, যা খুবই অপ্রতুল। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হলেও উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি এবং এজন্য টেকসই অর্থায়ন প্রয়োজন।  

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে তা ৫ শতাংশের আশেপাশেই থাকছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে উচ্চ রক্তচাপের ন্যায় অসংক্রামক রোগ মোকাবিলায় দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এখাতে টেকসই অর্থায়ন জরুরি।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম, হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক পর্বটি পরিচালনা করেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিডিনিউজ২৪.কম এর চিফ ক্রাইম করেসপন্ডেন্ট ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স এর কনভেনর মতুর্জা হায়দার লিটন।

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status