বাংলারজমিন
ভোলার চরফ্যাশনে জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত, গো-খাদ্যের সংকট
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
ভোলার চরফ্যাশন উপজেলার পাঁচ ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার প্রভাবে প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
গ্রামের প্রধান সড়কগুলো প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ ছাড়া ফসলি জমি, মাছের ঘের পুকুর ডুবে গেছে। উপজেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা পানির চাপ পূর্ণিমার প্রভাবে কোমর পানিতে ডুবে গেছে গ্রামগুলো। ঢালচর, চরপাতিলা, চরনিজাম, চরফারুকী, চরহাসিনা, চরমাদ্রাজ, জাহানপুর, মুজিবনগর, নজরুল নগর। নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে দিন-রাতে দু’বার জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরে থাকা পরিবারগুলো রান্না-বান্না করতে না পেরে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবনযাপন করছে। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল সহ বেড়িবাঁধের বাইরের এলাকার পরিবারগুলোর।
চরকুকড়ি-মুকড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ‘চরকুকড়ি-মুকড়ি ইউনিয়নের চরপাতিলা এলাকার ৫০০ পরিবার পানিবন্দি রয়েছে। দিনে-রাতে দুইবার জোয়ার আসে। ভাটায় পানি কিছুটা কমলেও জোয়ার চাপে আবার বেড়ে যায়। ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।’ ভোলা পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর চরফ্যাশন উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, বেড়িবাঁধের বাইরে নিম্নাঞ্চলে কিছুটা প্লাবিত হয়েছ। বর্তমানে একটু কমতির দিকে। এরপরও কোথাও কোনো সমস্যা আছে কি না আমরা সব সময় নজর রাখছি। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, সব চরাঞ্চলসহ নদী সংলগ্ন এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হয়েছে। যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।