অনলাইন
পানি কমায় দাফন হলো বাক্সবন্দি আশরাফ আলীর লাশ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৩ অপরাহ্ন

বন্যার পানি কমায় দাফন করা হলো সুনামগঞ্জের কবরস্থানে বাক্সবন্দি করে খুঁটিতে বেঁধে রাখা আশরাফ আলীর (৮৫) লাশ। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ শহরতলীর সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের কবরস্থান কিছুটা শুকালে সেখানে তার লাশ দাফন করা হয়।
জানা গেছে, ভয়াবহ বন্যায় ঘরবাড়ি তলিয়ে গেলে রিকশাচালক ইব্রাহিম মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নেন একটি প্রাথমিক বিদ্যালয়ে। এর মধ্যে ইব্রাহিমের বাবা আশরাফ আলী (৮৫) আশ্রয় কেন্দ্রে মারা যান। চারপাশে থই থই পানি। বাবার লাশ নিয়ে অপেক্ষা করেন বৃষ্টি ও পানি কমলে দাফন করবেন। কিন্তু বৃষ্টি তো কমা তো দূরের কথা, বন্যার পানি আরো বাড়তে থাকে। পরে নিরুপায় হয়ে বাবার মরদেহ পলিথিনে মুড়ে বক্সের ভেতর রেখে কবরস্থানের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন পাঁচদিন।
ইব্রাহিম বলেন, গত ১৭ জুন (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টায় বাবা মারা যান। সর্বত্র বন্যার পানি থাকায় বাবার মরদেহ দাফন করতে না পারায় তিনি বাক্সবন্দি করে রেখেছিলেন। পানি কিছুটা কমায় গতকাল সন্ধ্যায় বাবার লাশ দাফন করা হয়েছে।